শহর প্রতিনিধি ঃ-ফেনী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আগামী ৩০ ডিসেম্বর ফেনীতে শুরু হচ্ছে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল জাতীয় জুনিয়র অনূর্ধ্ব ১৪ ও ১৮ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২২ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুতিমূলক সভা মঙ্গলবার ০৬ ডিসেম্বর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল। প্রস্তুতিমূলক সভায় ফেনী জেলা প্রশাসক ও ফেনী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবু সেলিম মাহমুদ উল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ ও ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ও ফেনী জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জাকির হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাসুদুর রহমান।জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শুসেন চন্দ্র শীল, অতিরিক্ত সাধারণ সম্পাদক জহির উদ্দিন মাহমুদ চৌধুরী মুকুট ও যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজিব, কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন ডালিম, সদস্য মোহা. আজম চৌধুরীসহ জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।টুর্নামেন্ট বাস্তবায়নের জন্য ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আহবায়ক শুসেন চন্দ্র শীল ও সদস্য সচিব আমির হোসেন বাহার। সদস্য হিসেবে রয়েছেন নজরুল ইসলাম স্বপন মিয়াজী, মজিবুল হক রিপন, কেবিএম জাহাঙ্গীর আলম, দেলোয়ার হোসেন ডালিম, মামুনুর রশিদ মিলন। টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির আহবায়ক শুসেন চন্দ্র শীল বলেন, জাতীয় পর্যায়ের এই টুর্নামেন্ট কে বাস্তবায়নের জন্য ইতিমধ্যেই নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে একটি সমৃদ্ধ সুভিনিযর প্রকাশ করা হবে। ইতোমধ্যে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী টুর্নামেন্ট সুচারুভাবে বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন। জাতীয় এ প্রতিযোগিতাকে আমরা সুন্দর ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করে ফেনীর শান্তির জনপদের সুনাম সর্বত্র ছড়িয়ে দেব।টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির সদস্য সচিব আমির হোসেন বাহার জানান, এ খেলাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়েছে। জাতীয় পর্যায়ের এই খেলায় ৬৪ টি জেলা দল ৮টি বিভাগীয় দল, সার্ভিসেস দল, ইউনিভার্সিটির দল সহ প্রায় পাঁচশোর মতো খেলোয়াড় ও কর্মকর্তা এখানে আসবেন। ৫ দিনব্যাপী টুর্নামেন্ট ৪ জানুয়ারি পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে। জাতীয় এই প্রতিযোগিতা ফেনীতে সুষ্ঠুভাবে সুনামের সাথে সম্পন্নের জন্য আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি নিজাম উদ্দিন হাজারীর নির্দেশনা দিয়েছেন। আর এই প্রতিযোগিতার মাধ্যমে জাতীয়পর্যায়ে খেলোয়াড় তৈরি হবে এখান থেকে ভালো ফল অর্জনকারীরা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।
Leave a Reply