ছাগলনাইয়া প্রতিনিধি
ছাগলনাইয়ায় নির্বাচনী পথ সভার ফেনী এক আসনে নৌকার মনোনীত প্রার্থী আলা উদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বলেন,আমাকে আগামী ৭ জানুয়ারী কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোটদিয়ে প্রমাণ করবেন আমাকে আপনারা কত ভালোবাসেন। ২৬ ডিসেম্বর মঙ্গলবার তিনি ছাগলনাইয়া উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পথ সভায় এমন বক্তব্য রাখেন।এ সময় তিনি আরো বলেন, আমি ছাত্র রাজনীতির পর থেকে প্রশাসনের ক্যাডার হয়েছিলাম, তারপর প্রধানমন্ত্রী অফিসে নিয়োগ পাওয়ার পর থেকে আমি এলাকার জন্য ব্যাপক কাজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে নিয়ে আসি। তিনি আমাকে স্নেহ করেন, তাই যেটি আবদার করি সেটি দিয়ে দেন।এ সময় তিনি আরো বলেন, আমার জীবনে এক টাকাও অবৈধভাবে আয় করেনি সব বৈধভাবে ও হক উপার্জনের মাধ্যমে। আগামীতে যে সময়টুকু পাবো আপনাদের কল্যাণে ব্যায় করবো ইনশাআল্লাহ। আমাদের পরিবারে কারো কোন টাকা প্রয়োজন নেই, যদি কেউ আমাদের নামে অন্যায় আবদার করলে আমাকে সাথে সাথে জানাবেন। এছাড়াও আমাদের দলের কেউ যদি কারো প্রতি অন্যায় করে তাহলে তাকে কঠিন থেকে কঠিন বিচারের আওতায় আনা হবে। এসময় উপস্থিত ছিলেন ফেনী এক আসনের সাংসদ ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মোহাম্মদ মোস্তফা, জেলা আওয়ামী লীগের সদস্য ও বিশিষ্ট শিল্পপতি মিজানুর রহমান মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি গিয়াস উদ্দিন বুলবুল উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এনামুল হক মজুমদার,সাধারণ সম্পাদক ও ফেনী জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারুক প্রমুখ সহ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply