নিজস্ব প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার ও কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের সমর্থনে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।পরশুরাম উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেলে পৌরসভা মিলনায়তনে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদার।এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরশুরাম পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল।উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম শফিকুল হোসেন মহিমের সঞ্চালনায় মত বিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর আব্দুল মান্নান,কাউন্সিলর এনামুল হক এনাম,পৌর আওয়ামী লীগের সভাপতি শহীদ উদ্দিন মজুমদার,সাধারণ সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর মজুমদার স্বপন,বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল গফুর ভূঁইয়া চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসীম উদ্দীন,মির্জানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার জামশেদুল আলম,উপজেলা শ্রমিক লীগের সভাপতি রসুল আহাম্মদ মজুমদার, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা যুবলীগের যুগ্ন আহব্বায়ক ফজলুল বারী মনসুর, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল আহাদ চৌধুরী, সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেল প্রমুখ।মত বিনিময় সভায় বক্তারা বলেন,আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবুজ সংকেত পেয়ে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মাঠে প্রচার প্রচারণা শুরু করে দিয়েছেন এবং নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন।তারা আরো বলেন ফেনী-১ আসনে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমকে বিপুল ভোটে বিজয়ী করতে আগামীকাল থেকে পৌর এলাকাসহ,মির্জানগর, চিথলিয়া ও বক্সমাহমুদ ইউনিয়নে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের সমর্থনে উঠান বৈঠক করা হবে।
Leave a Reply