ছাগলনাইয়া প্রতিনিধি
ছাগলনাইয়ার ৮নং রাধানগর ইউনিয়ন ও ৬নং বিট পুলিশিং সভা শনিবার (২৮ জানুয়ারী) উত্তর কুহুমা উচ্চ বিদ্যালয় মাঠে সভা অনুষ্ঠিত হয়। রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন মজুমদার’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ সুদ্বীপ রায়। বিট পুলিশিং কমিটির সদস্য মোহাম্মদ এনায়েত উল্যাহ সোহেল’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ৬নং বিট অফিসার এসআই মোঃ সাখাওয়াত হোসেন, ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোস্তফা ফরায়েজী, দৈনিক যুগান্তর পত্রিকার ও ৭১টিভির ছাগলনাইয়া প্রতিনিধি নুরুজ্জামান সুমন, উত্তর কুহুমা ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা পর্ষদ’র সভাপতি কামরুল ইসলাম, ছাগলনাইয়া উপজেলা যুবলীগের সহ-সভাপতি কাজী রাশেদুন্নবী রাশেদ, ৮নং রাধানগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এমরান হোসেন রিয়াদ, রাধানগর ইউপির সাবেক সদস্য সিরাজউদ্দৌল্লাহ পাটোয়ারী, রাধানগর ইউপির সদস্য মাহতাব উদ্দিন মজুমদার, উত্তর কুহুমা ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মোঃ মূসা। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ৬নং বিট অফিসার এসআই মঞ্জুরুল ইসলাম, রাধানগর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আজহারুল ইসলাম সাজিদ, রাধানগর ইউপি সদস্য মোশারফ হোসেন, কবির আহাম্মদ,প্রমুখ অনুষ্ঠানে শুরুতে পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন, উত্তর কুহুমা পাটোয়ারী বাড়ী জামে মসজিদ’র খতিব মাওলানা লোকমান হোসেন।
Leave a Reply