ছাগলনাইয়া প্রতিনিধি
ছাগলনাইয়ার সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের পক্ষ থেকে প্রায় ৪’শ মসজিদের ৭’শ ইমাম ও মোয়াজ্জিন’র মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় ।গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা অডিটরিয়ামে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের ছাগলনাইয়া উপজেলা সমন্বয়কারী সাংবাদিক মোঃ এনায়েত উল্যাহ সোহেলের সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি কামাল উদ্দিন পাটোয়ারী’র সভাপতিত্বে শাল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উপদেষ্টা আবদুল কুদ্দুস বিক্রম, সিনিয়র সহ-সভাপতি আবদুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক আবদুল আওয়াল আলমগীর, ছাগলনাইয়া উপজেলা যুবলীগের সহ-সভাপতি কাজী রাশেদুন্নবী রাশেদ, সাংবাদিক কাজী নুরুল আলম নিলু। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের ফেনী জেলা সমন্বয়কারী ইমাম উদ্দিন শাওন, সংগঠনের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নুরুল আবছর বাদল, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক আবদুল মোমিন, পৃষ্টপোষক আবদুল মালেক মানিক, সদস্য রিয়াজ উদ্দিন প্রমুখ।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন, চাঁদগাজী জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রসার শিক্ষক মোঃ ইসমাইল হোসেন এবং দোয়া মুনাজাত পরিচালনা করেন, ছাগলনাইয়া উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা আতাউল্যাহ সিফাত। এ সময় সংগঠনের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল’কে শীতের এই শাল উপহার হিসেবে তুলে দেয়া হয়, পরে উপজেলার ৭শ ইমাম মোয়াজ্জিনদের মাঝে শাল তুৃলে দেওয়া হয়।উল্লেখ্য সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামটি ২০১৪সালে প্রতিষ্ঠিত হয়ে প্রতি বছর বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। শীতকালের কোরআনের পাখি দের মাঝে কম্বল বিতরণ, এতিমখানায় কম্বল বিতরণসহ নগদ অর্থ বিতরণ, গৃহহীনদেরকে ঘর নিমার্ণ করে দেওয়া, ক্যান্সার সহ যাবতীয় বড় রোগে আক্রান্তদের মাঝে চিকিৎসা সামগ্রীসহ নগদ অর্থ প্রদান করা এবং পবিত্র রমজান মাসে অসহায় ও হতদরিদ্রদের মাঝে মাসিক খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করার কার্যক্রম চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় জেলায় এ বছর ৬ হাজার ইমাম ও মোয়াজ্জিন’র মাঝে শীতবস্ত্র বিতরণে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
Leave a Reply