ছাগলনাইয়া প্রতিনিধি
ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাস্টার মাঈন উদ্দিনের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ। গতকাল বুধবার সকালে উপজেলা মহামায়া ইউনিয়নের মনুরহাট বাজারে এ ঘটনা ঘটে। হামলার পর তিনি ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে জানান।হামলার ঘটনায় মহামায়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার ওবায়দুল হক, মোঃ শিবলু, মোঃ মাসুম ও আবদুল করিমকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মাস্টার মাঈন উদ্দিন।তিনি লিখিত অভিযোগে উল্লেখ করেন, পূর্ব শত্রুতার জেরধরে বিবাদীরা লাঠিসোটা, রড, দা, ছুরি, ছেনি নিয়ে তার উপর হামলা চালায়।তবে, ওবায়দুল হক মেম্বার জানান জায়গায় সংক্রান্ত বিরোধে কথা কাটাকাটি থেকে হাতাহাতি হয়েছে,তবে মারধর হয়নি।ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ সুদ্বীপ রায় পলাশ জানান,তিনি সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন এবং লিখিত অভিযোগ ও পেয়েছেন তবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply