ছাগলনাইয়া প্রতিনিধিঃ-ছাগলনাইয়া উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক আয়োজিত সমাজ কল্যাণ মন্ত্রণালয়াধীন চাইল্ড সেনসেটিভ সোস্যাল প্রাটেকশন ইন বাংলাদেশ সিএসপিবি প্রকল্পের আওতায় সমাজকর্ম প্রচারণার লক্ষ্য র্যালি ও আলোচনা সভা ও আর্থিক অনুদান বিতরণ করা হয়। গতকাল সোমবার সকালে উপজেলা চত্বরে র্যালীর আয়োজন করা হয়, র্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাশ’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী,ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সামিউল হক প্রমুখ সহ উপজেলার সকল দপ্তরের প্রধান সহ সকল দপ্তরের কর্মকর্তাগণ । অনুষ্ঠান শেষে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।
Leave a Reply