শহর প্রতিনিধি
ফেনীর প্রাণকেন্দ্রে অবস্থিত ধর্মপ্রাণ মুসলমানদের কাছে দৃষ্টিনন্দন হিসেবে পরিচিত জহিরিয়া মসজিদের সৌন্দর্য বৃদ্ধিতে নতুন মাত্রা যোগ করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত পরিবেশ ক্লাব অব ইয়ুথ নেটওয়ার্ক এর ডাস্টবিন স্থাপন। স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান ও পরিবেশ ক্লাব অব ইয়ুথ নেটওয়ার্ক এর উপদেষ্টা জাফর উদ্দিন এর সহযোগিতায় ও পরিবেশ ক্লাব অব ইয়ুথ নেটওয়ার্ক এর সার্বিক তত্ত্বাবধানে সোমবার (২২ এপ্রিল) বিকালে ফেনী জহিরিয়া মসজিদের সামনে ডাস্টবিনগুলো স্থাপন করা হয়।জহিরিয়া মসজিদের সহ-সভাপতি আবুল কাশেম জানান, জহিরিয়া মসজিদের ঐতিহ্য ও সৌন্দর্য ফেনীর মানুষদের জন্য গর্বের। প্রতি ওয়াক্ত নামাজেএই মসজিদে অসংখ্য মুসল্লি নামাজ আদায় করেন। মুসল্লিদের আসা যাওয়ার সময় এবং পথচারীদের মধ্যে অনেকেই কাগজের টুকরোসহ বিভিন্ন ধরনের অপচনশীল ময়লা মসজিদের সামনে ফেলে রাখেন। এতে আশপাশ অপরিচ্ছন্ন থাকে।পরিবেশ ক্লাব অব ইয়ুথ নেটওয়ার্ক এর ডাস্টবিন প্রদান প্রকল্প নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ।
Leave a Reply