তীব্র তাপদাহের কারণে সামাজিক ও সাইক্লিং সংঘটন ফেনী স্টান্ট ওয়ারিয়র্স এর উদ্যোগে তৃষ্ণা নিবারনের ক্ষুদ্র প্রচেষ্টায়, আজ প্রায় ১ হাজার মানুষের মাঝে লেবু মিশ্রিত ঠান্ডা শরবত বিতরণ করা হয়। ২৫ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে শহীদ মিনার প্রাঙ্গণের সামনে এই আয়োজন শুভ উদ্ভোদন করেন ফেনী পৌরসভার মেয়র ও ফেনী স্টান্ট ওয়ারিয়র্স এর প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম স্বপন মিয়াজী,এসময় উপস্থিত ছিলেন ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আইনুল কবির শামীম এবং ফেনী স্টান্ট ওয়ারিয়র্স এর প্রতিষ্ঠাতা তৌফিক উদ্দিন সিফাত, জানায়, মানবিকতার ডাকে সাড়া দেন ফেনী স্ট্যান্ড ওয়ারিয়র্স ও সভাপতি আশরাফুল ইসলাম আবির, জানায় লেবু মিশ্রিত ঠান্ডা শরবত বিতরণ করেছি।আগামীতেও আমাদের এই ধারা অব্যাহত থাকার কথা জানান তারা।
সম্পাদক: মোঃ এনামুল হক পাটোয়ারী, অফিস: ৩৮১, অটোবি মার্কেট,(৩য় তলা) ট্রাংক রোড,ফেনী।, 3900 ফেনী বাংলাদেশ। মোবাইল নাম্বার: +8801816-701613, +8801836645511, ইমেইল: nayapaigam@yahoo.com nayapaigam77@gmail.com