দাগনভূঞা প্রতিনিধি:
দাগনভূঞায় প্রাণিসম্পদ প্রদর্শনী বৃহস্পতিবার সকালে দাগনভূঞা আতাতুর্ক সরকারি মডেল হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবেদিতা চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুজন কান্তি শর্মা। উপজেলা প্রাণিসম্পদ অফিসের মাঠ সহকারী ইকবাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মহিউদ্দিন মজুমদার, দাগনভূঞা ডেইরী ফার্মস অ্যাশোসিয়েশনের সভাপতি আবু নাছের চৌধুরী আসিফ, দাগনভূঞা প্রেসক্লাবের সভাপতি মো. ইয়াসীন সুমন। এছাড়াও বক্তব্য রাখেন খামারি আবু নাছের তুহিন। প্রাণিসম্পদ প্রদর্শনীতে উপজেলার ৩২টি খামারির স্টল অংশগ্রহণ করে।
Leave a Reply