দাগনভূঞা প্রতিনিধি
ফেনীর দাগনভূঞায় মাদকসহ একটি পিকআপ গাড়ী আটক ও দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (২২ এপ্রিল) তাদের বিরুদ্ধে থানায় ৩৬(১) সারণির ১৯(খ)/৩৬(১) সারণির ১০(ক)/৩৮ ধারায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-জি আর নং-৪৬। এরা হলেন, পরশুরাম উপজেলার উত্তর চন্দনা এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে মোঃ আজিম(২৮),নোয়াখালীর কবিরহাট উপজেলার চন্দের হাট ইউনিয়নের দক্ষিণ শীমদ্দি এলাকার আবু বক্কর ছিদ্দিকের ছেলে মোঃ মুরাদ(৩০)।মামলার বাদি এ এসআই আরিফ উল্লাহ জানান, এর আগে শনিবার (২১ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার রাজাপুর ইউনিয়নের পূর্ব জয়নারায়নপুর গ্রামের (বিরলী ব্রিজের পশ্চিম পাশে আমিন বাড়ী গামী) পাকা সড়ক থেকে তাদের আটক করা হয়।এসময় তাদের সঙ্গে থাকা মাদক পরিবহনে ব্যবহৃত ওই পিকআপ গাড়ীটিসহ ৯০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং ৮ কেজি গাঁজা জব্দ করে পুলিশ।যার আনুমানিক বাজার মূল্য ১০ লক্ষাধিক টাকা। দাগনভূঞা থানার ওসি মো আবুল হাসেম বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশ্যে গ্রেপ্তারকৃতরা গাঁজা ও ইয়াবা ট্যাবলেটগুলো বহন করছিল। দুপুরের দিকে তাদের আদালতে পাঠানো হবে।
Leave a Reply