নয়াপয়গাম ডেস্ক
ফেনীর প্রথম দৈনিক সরকারি মিডিয়া ভূক্ত দৈনিক নয়াপয়গামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পত্রিকাটির ফেনী শহরের ট্রাংক রোডস্থ কার্যালয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সম্পাদক এনামুল হক পাটোয়ারীর সভাপতিত্বে ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল।এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুকদেব নাথ তপন, দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমীন রিজভী, আমার ফেনীর সম্পাদক জমির বেগ,বগাদানা ইউপি চেয়ারম্যান আলা উদ্দিন বাবুল ও ডিবিসি টেলিভিশনের প্রতিনিধি আবু তাহের ভূইয়া,চ্যানেল ২৪’র জেলা প্রতিনিধি দিলদার হোসেন স্বপন, এটিএন নিউজ’র জেলা প্রতিনিধি দিদারুল আলম মজুমদার, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জাফার।দৈনিক আমার সংবাদ ও ডেইলি পোস্ট এর জেলা প্রতিনিধি এস এম ইউসুফ আলী,সাপ্তাহিক স্বদেশ পত্র সম্পাদক এনএন জীবন, আনন্দ টিভির প্রতিনিধি জাফর উদ্দিন।রোববার (৩১ মার্চ)ইফতার ও দোয়া মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন, দৈনিক নয়াপয়গামের উপদেষ্টা সম্পাদক আবু জুবায়ের ভূইয়া মুন্না।এতে উপস্থিত ছিলেন দৈনিক নয়াপয়গামের প্রকাশক মাঈন উদ্দিন,দৈনিক ইনকিলাব’র জেলা প্রতিনিধি ওমর ফারুক,দৈনিক ডিজিটাল সময়’র সহযোগী সম্পাদক এবিএম নিজাম উদ্দিন, নয়াপয়গাম’র স্টাফ রিপোর্টার আলমগীর হোসেন,আফতাব উদ্দিন,সোনাগাজী প্রতিনিধি বায়েজীদ হোসেন,দাগনভূঞা প্রতিনিধি মোকারম হোসেন পিয়াস, ফুলগাজী প্রতিনিধি সাইফুল ইসলাম মজুমদার, পরশুরাম প্রতিনিধি সবির আহমেদ ফোরকান, ছাগলনাইয়া প্রতিনিধি কাজী নুুরুল আলম নিলু,চৌদ্দগ্রাম প্রতিনিধি আনিসুর রহমান, নয়াপয়গাম’র প্রতিনিধি মুহা.হাসানুল কারিম,তানভির চৌধুরী,কামরুল ইসলাম,তাহামিদ,সুজন,জিলানী প্রমূখ।দোয়া পরিচালনা করেন ঢাকার তেজগাঁও জামে মসজিদের প্রাক্তন ইমাম হাফেজ ইসমাঈল চৌধুরী।
Leave a Reply