নিজস্ব প্রতিনিধি
’বন্ধুর উন্নয়নে আলোর সন্ধানে‘ এই স্লেøাগানকে সামনে রেখে ফেনীর গৌরব ও ঐতিহ্যের বন্ধুর বন্ধনের ২৩তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সিলেট, ফেনী ও দাগনভূঞায় পৃথকভাবে কেক কাটাসহ নানা আয়োজনে বিভিন্নস্থানে পালন করা হয়েছে।বন্ধুর বন্ধনের ২৪তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেন্দ্রীয় কমিটির আয়োজনে সিলেটে একটি মিলনায়তনে গত শুক্রবার কেক কাটা, আলোচনা সভা, র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। স্বাগত বক্তব্য রাখেন বন্ধুর বন্ধন ফেনীর প্রধান পৃষ্ঠপোষক ও সংগঠক নাজমুল করিম ভূঞা সুমন এবং সংগঠক জালাল উদ্দিন বাবলু । বিশেষ অতিথি ছিলেন ফেনীর জ্যেষ্ঠ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আবু তাহের ও ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. পারভেজুল ইসলাম হাজারী।বন্ধুর বন্ধন ফেনীর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ সেফায়েত উল্যাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন ভূঞা পারভেজ এর সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্ধুর বন্ধন ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি এম. তাহের উদ্দিন, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ডিবিসি নিউজ এর ফেনী প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, দৈনিক নয়া পয়গাম সম্পাদক এনামুল হক পাটোয়ারী, সাপ্তাহিক স্বদেশ পত্র সম্পাদক এন এন জীবন , দৈনিক অজেয় বাংলা নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞা,দৈনিক ফেনীর সময় নির্বাহী সম্পাদক আলী হায়দার মানিক,দৈনিক স্টার লাইন বার্তা সম্পাদক নুর উল্যাহ কায়সার,বন্ধুর বন্ধন ফেনীর সংগঠক আনিসুর রহমান, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন,সোনাগাজী উপজেলা সভাপতি আলা উদ্দিন খোন্দকার,সাধারণ সম্পাদক জসিম খান, ফুলগাজী উপজেলা সভাপতি আসলাম, পরশুরাম উপজেলা সাধারণ সম্পাদক কাজী এয়াছিন প্রমুখ।অপরদিকে বন্ধুর বন্ধন ফেনীর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাগনভূঞা উপজেলা কমিটির উদ্যোগে শুক্রবার আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন ও বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া।দাগনভূঞা উপজেলা কমিটির সভাপতি আলমগীর হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বন্ধুর বন্ধনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।এছাড়া ফেনীর ট্রাংক রোডস্থ কার্যালয়ে শুক্রবার প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল আই প্রতিনিধি রবিউল হক রবি, দৈনিক ফেনী সম্পাদক আরিফুল আমিন রিজভী,জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ তপু,সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ, বন্ধুর বন্ধন ফেনীর সংগঠক সাইফুল ইসলাম ফটিক, শেখ ফেরদৌস আনোয়ার মজনু, সাবেক সাধারণ সম্পাদক জি এম তাজ উদ্দিন পলাশ, সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াছ, পৃষ্ঠপোষক মোশাররফ হোসেন সেলিম, সাংবাদিক জহিরুল হক মিলন,নাজমুল হক শামীম, এম এমরান পাটোয়ারীসহ বন্ধুর বন্ধন ফেনীর নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।একইভাবে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার বিভিন্নস্থানে উৎসব মুখর পরিবেশে বন্ধুর বন্ধন ফেনীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
Leave a Reply