নিজস্ব প্রতিনিধি
ফেনীর পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেলের মামলায় উপজেলা যুবলীগের সভাপতি ইয়াসিন শরীফ মজুমদারকে কারাগারে প্রেরণ করেছে আদালত।গতকাল সোমবার সকালে ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের আদালতে হাজিরে হয়ে যুবলীগ নেতা ইয়াছিন শরীফসহ ১২ জন জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত ১১ জনের জামিন মঞ্জুর করলেও ইয়াছিন শরীফকে কারাগারে পাঠানোর আদেশ দেন।ইয়াছিন শরীফ মজুমদার উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদারের জামাতা।এর আগে শনিবার ইয়াছিন শরীফ মজুমদারকে প্রধান আসামি করে ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করে হামলা ও মারধরের অভিযোগ এনে পরশুরাম থানায় মামলা দায়ের করেন আওয়ামী লীগ নেতা মেয়র সাজেল চৌধুরী।
Leave a Reply