পরশুরাম প্রতিনিধি
পরশুরাম উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্টিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আফরোজা হাবিব শাপলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার।উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার হরি কমল মজুমদারের সঞ্চালনায় উপজেলা স্বাস্থ্য প্রাণী সম্পদ সহকারী কর্মকর্তা আবদুর রহিমের সঞ্চালনায় প্রাণী সম্পদ সেবা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।উক্ত প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা ভাইস চেয়ারম্যান সামসুন নাহার পাপিয়া, পরশুরাম উপজেলা কৃষি কর্মকর্তা আমজাদ হোসেন, পরশুরাম উপজেলা প্রকৌশলী এসএমশাহ আলম ভূঁইয়া প্রমুখ ।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও সদস্য সচিব ডাক্তার হরি কমল মজুমদার বলেন, প্রান্তিক পর্যায়ে উপজেলার প্রাণী সম্পদ অধিদপ্তরের আওতায় খামারিদেরকে ঋন সহায়তা দিয়ে আত্মনির্ভরশীল হওয়ার ক্ষেত্রে উদ্বুদ্ধ করা হয়েছে।প্রাণী সম্পদ সেবা ও প্রদর্শনীতে গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি ছাড়াও বিভিন্ন পশু পাখি নিয়ে ৩৫ টির মতো স্টল রয়েছে। এই প্রাণিসম্পদ সেবা ও প্রদর্শনী প্রায় এক সপ্তাহ যাবত চলবে। প্রাণিসম্পদ সেবা ও প্রদর্শনী শেষে স্টলভুক্ত খামারীদের মাঝে প্রায় পাঁচটি ক্যাটাগরিতে ১৫ জনকে পুরস্কৃত করা হবে। তাদের মাঝে একজনকে বিশেষ পুরস্কার প্রদান করা হবে।
Leave a Reply