নিজস্ব প্রতিনিধি
বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের সহযোগিতায় এবং পরশুরাম উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গতকাল মঙ্গলবার (২৪ জানুয়ারি) পরশুরাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শেখ কামাল আন্তঃ স্কুল মাদ্রাসা এ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৩ এর শুভ উদ্বোধন এবং বিকাল ৪ ঘটিকার সময় সমপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা শমসাদ বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বাশার মজুমদার তপন। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন শরীফ মজুমদারের পরিচালনায় প্রতিযোগিতায় উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শামসুন নাহার পাপিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সফিউল আলম তালুকদার, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মোহাম্মদ ফারুক হোসেন, পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ রাশেদুল ইসলাম,উপজেলা সহকারী প্রোগ্রামার মোঃ ইমরান হোসেন,বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল গফুর ভূঞা, পরশুরাম পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলর আবদুল মান্নান, পরশুরাম নজরুল একাডেমির সভাপতি আবু ইউছুপ মিন্টু, পরশুরাম কবি শামসুর নাহার মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন, নরনিয়া মুন্সিরখীল ফজির উদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন।উপজেলার ২৭ টি স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা ৩২ টি ইভেন্টে দিনব্যাপী অ্যাথলেটিকস প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।
Leave a Reply