ফুলগাজী প্রতিনিধি
ফুলগাজীতে প্রায় ১১ লক্ষ টাকার ১৬৯ বস্তা ভারতীয় তৈরি চিনি উদ্ধার করেছে ফুলগাজী থানা পুলিশ।৩১ ডিসেম্বর (রবিবার) রাতে উপজেলার আনন্দপুর ইউনিয়নের হাসানপুর বোর্ড অফিসের পাশে সুমনের নির্মানাধীন এক তলা ভবনের একটি কক্ষ থেকে এই মালামাল উদ্ধার করা হয়।এসময় ছাগলনাইয়া থানার মহামায়া ইউনিয়নের মাটিয়াবোদা গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে আবদুল হান্নান প্রকাশ মামুন (৪০) কে হাতেনাতে আটক করা হয়।ফুলগাজী থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে আনন্দপুর ইউনিয়নের হাসানপুর বোর্ড অফিস সংলগ্ন সুমনের নির্মানাধীন বাড়িতে ভারতীয় তৈরি বিপুল পরিমাণ চিনি শুল্ক ফাঁকি দিয়ে পাচারকারীরা মজুদ করেছে। এমন তথ্যে ফুলগাজী থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ সালাহউদ্দিন রাশেদ ঐ স্থানে রাত ২ ঘটিকায় অভিযান পরিচালনা করেন।পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে জড়িত থাকা ২ জন পালিয়ে যায়। এসময় ৮ হাজার ২ শত ৩৯ কেজি চিনি জব্দ করে আবদুল হান্নান প্রকাশ মামুনকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ।ফুলগাজী থানার উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন রাশেদ জানান, চোরাকারবারিরা সরকারি শুল্ক ফাঁকি দিয়ে ভারতে থেকে এসব চিনি বস্তা বাংলাদেশে এনে বস্তা পরিবর্তন করে বিভিন্ন ব্যান্ডের এস আলম ও ফ্রেশ লেখা প্লাস্টিকের প্যাকেটের বস্তায় পুনরায় প্যাকেট করে বাজারজাত করছে। জব্দকৃত মালামালের মূল্য ১০ লক্ষ ৭১ হাজার ৭০ টাকা হবে বলে তিনি জানান।ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নিজাম উদ্দীন ১৬৯ বস্তা ভারতীয় তৈরি চিনি জব্দ ও ১ জন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন,আটককৃত আসামির স্বীকারোক্তিতে পলাতক ২ জনের নাম ঠিকানা নিশ্চিত হয়েছি। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply