নিজস্ব প্রতিনিধি
ফেনী শহরের নাভি খ্যাত ট্রাংক রোড জিরো পয়েন্টকে যানজট মুক্ত করতে চমৎকার একটি উদ্যোগ নিয়েছে ফেনী জেলা ট্রাফিক পুলিশ।ফেনী মহিপাল থেকে সিএনজি অটো রিক্সাগুলো যাত্রী নিয়ে জিরো পয়েন্টে এসে রাস্তার মাঝখানে যত্রতত্র গাড়ি দাঁড় করিয়ে যাত্রী উঠানামা করার ফলে পিছনের দিক থেকে আসা গাড়ি গুলো আটকে গিয়ে প্রতিনিয়ত যানজট তৈরি হয় শহরের ট্রাংক রোড জিরো পয়েন্ট, শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কের আশপাশের কিছু সড়ক। দীর্ঘদিনের এই যানজট ভোগান্তি থেকে চলাচলরত সাধারন যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াত করার লক্ষে ফেনী জেলা ট্রাফিক পুলিশ লাজ ফার্মা থেকে জিরো পয়েন্ট পর্যন্ত একটি বেড়ি তৈরি করে দিয়েছেন।মহিপাল থেকে আসা সিএনজিগুলো জিরো পয়েন্টে এসে বেড়িতে ঢুকে সেখানে যাত্রী ওঠানামা করে আবার সামনে চলে যাবে। ট্রাফিক পুলিশ মনে করছে এর মাধ্যমে মহিপাল থেকে আস অন্যান্য গাড়িগুলো আর থামতে হবেনা পেছনে থাকা গাড়িগুলো কোন প্রকার বাধা ছাড়াই জিরো পয়েন্টে পার হতে পারছে। এরই মধ্যে ফেনী জেলা ট্রাফিক পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে শহরে চলাচলরত সাধারণ মানুষ।এদিকে মঙ্গলবার (১৬ জুলাই) ফেনী শহরের ট্রাংক রোড জিরো পয়েন্ট পরিদর্শনে আসেন পুলিশ সুপার মনিরুল ইসলাম, এসময় আরো উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অফস্) শাহাদাত হোসেন।জেলা ট্রাফিক পুলিশের (টি,আই) আনোয়ারুল আজিম জানান, সদ্য যোগদান কৃত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম পিপিএম এর বিশেষ নির্দেশে এই কার্যক্রম। ফেনী জেলায় নবনিযুক্ত পুলিশ সুপার ফেনী শহরকে যানজট মুক্ত রাখতে কঠোর নির্দেশ দিয়েছেন ট্রাফিক বিভাগকে।
Leave a Reply