শহর প্রতিনিধিঃ-ফেনী সদর উপজেলায় অটিজম শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় মঙ্গলবার ২৭ সেপ্টেম্বর দুপুরে শহরের মিজান রোডস্থ ফেনী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে অটিজম শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অটিজম শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন, আইসিটি) মোমেনা আক্তার।ফেনী জেলা ক্রীড়া অফিসার মো: হারুন অর রশিদ’র সভাপতিত্বে ও ফেনী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জাকারিয়া’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আমির হোসেন বাহার, ফেনী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সাধারন সম্পাদক এডভোকেট সমীর কর, চ্যানেল টোয়েন্টিফোর সাংবাদিক দিলদার হোসেন স্বপন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য নুরুল করিম শিপন, আবুল কালাম প্রমুখ। এ সময় ফেনী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সহ আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।জানা যায়, অটিজম শিশুদের ক্রীড়া প্রতিযোগিতায় ১০টি ইভেন্টে প্রায় শতাধিক অটিজম শিশু অংশগ্রহণ করেছে।
Leave a Reply