শহর প্রতিনিধিঃ-ফেনীতে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন হতে প্রদত্ত মাসিক ভাতা, এককালীন আর্থিক অনুদানের চেক জেলার ৯১ জন ক্রীড়াবিদের হাতে তুলে দিয়েছেন ফেনী জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবু সেলিম মাহমুদ উল হাসান। রবিবার (২ অক্টোবর) দুপুরে ফেনী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এই চেক গুলো তুলে দেয়া হয়।এ সময় পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জাকির হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ মাসুদুর রহমান, মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি কেবিএম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, সহ-সাধারণ সম্পাদক জহির উদ্দিন মাহমুদ চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াজ আজিজ রাজিব, কোষাধক্ষ্য দেলোয়ার হোসেন ডালিম, সদস্য মোহাম্মদ তৌহিদুল ইসলাম প্রমুখ সহ ক্রীড়াবিদ, সাংবাদিক সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।অনুদানের চেক হাতে পেয়ে ক্রীড়াবিদরা অত্যন্ত খুশি। তারা ফেনীর ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেয়ার আশ্বাস এবং জাতীয় দলের খেলার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়ে তাদের ন্যায় ফেনীর খেলোয়াড়রা এগিয়ে যাবে বলে তারা আশাবাদি।ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার জানান, বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন হতে প্রদত্ত মাসিক ভাতা, এককালীন আর্থিক অনুদানের চেক ফেনীর ৯১ জন ক্রীড়াবিদের মাঝে প্রদান করা হয়েছে। এর মধ্যে সাবেক ১১ জন খেলোয়াড় ও কর্মকর্তাকে ২৪ হাজার টাকা করে এবং বর্তমান ৮০ জন ক্রীড়াবিদকে ৫ হাজার টাকা করে চেক প্রদান করা হয়। এতে ফেনীর খেলোয়াড়রা উৎসাহিত হবে এবং ভবিষ্যতে ভালো খেলে দেশের সুনাম বয়ে আন
Leave a Reply