বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৫:১৮ পূর্বাহ্ন
এইমাত্র পাওয়া সংবাদ :
ফেনীতে উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রে জালভোট দেওয়ায় সহকারী প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার ও পোলিং কর্মকর্তা সহ আটক ১৪ জন । ফেনীর সোনাগাজীতে সিল মারা ব্যালট সহ ছবি তুলে সামাজিক মাধ্যমে দেয়া ইয়াকুব আলী আটক । । ফেনীর ফুলগাজীতে ভারতীয় উজানের ঢলে বিপদসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে মুহুরী নদীর পানি । । বাংলাদেশের ঘূর্ণিঝড় রেমালে নিহতদের জন্য শোক প্রকাশ করেছে ফ্রান্স । । দিল্লিতে তাপমাত্রা সর্বোচ্চ ৫০ ডিগ্রি রেকর্ড হওয়ায় ভারতে 'তাপপ্রবাহ সতর্কতা' জারি । ।
ব্রেকিং নিউজ :
দৈনিক আমার দেশ’র পুনঃপ্রকাশ উপলক্ষে ফেনীতে বিশিষ্টজনদের অংশগ্রহণে মতবিনিময় ফেনীতে অগ্রণী ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্থ শিল্প মালিকদের সংবাদ সম্মেলন অতি উৎসাহি পুলিশ সদস্য দিয়ে সকলকে মূল্যায়ন করা যাবে না-ছাগলনাইয়ায় ডিআইজি “রাষ্ট্র সংস্কার ও রাজনৈতিক করণীয়” ফেনীতে সীমান্ত এলাকায় অভিযানে পৌনে ২ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে ফেনীতে জামায়াতের আলোচনা সভা ও চিত্র প্রদর্শনী টেলিটকের ‘জেন-জি’ সিম বিক্রির নতুন সিদ্ধান্ত স্টার লাইন বাস কাউন্টারের আড়ালে মাদক ব্যবসার অভিযোগে ম্যানেজার গ্রেফতার বন্যা প্রতিকারে এবি পার্টি ফেনী জেলার মানববন্ধন অনুষ্ঠিত ও ৮ দফা দাবি পেশ

ফেনীতে আ‘লীগের মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহ প্রথম দিনেই ১ ও ৩ আসনে একাধিক এবং ২ আসনে একক প্রার্থী

  • আপডেট সময় : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ১৭১ বার পঠিত

স্টাফ রিপোর্টার
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আজ থেকে মনোনয়নপত্র বিক্রি করছে আওয়ামী লীগ।রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করবেন দলটির সভাপতি শেখ হাসিনা।এদিকে মনোনয়নপত্র কিনতে এরইমধ্যে বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসেছেন বহু আওয়ামী লীগ নেতা।আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান,শনিবার (১৮ নভেম্বর) থেকে মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত (প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা) দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।তিনি আরও জানান,আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথ থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ এবং জমা দিতে হবে।কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা,ময়মনসিংহ,সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর,রাজশাহী,খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়নপত্র বিতরণ করা হবে।কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় সব বিভাগের মনোনয়নপত্র জমা নেওয়া হবে।আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের কোনো প্রকার অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করতে হবে বলেও জানান তিনি।দপ্তর সম্পাদক জানান আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং ফটোকপির ওপর মোবাইল নম্বর ও বর্তমান সাংগঠনিক পরিচয়সহ ৩টি পদ সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে।আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান বলেন,“মনোনয়ন প্রত্যাশীদের অতীত ও বর্তমান মিলিয়ে সাংগঠনিক যে কোনো তিনটি পদের কথা উল্লেখ করতে হবে।’একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব আসন শরিকদের ছেড়ে দেওয়া হয়েছিল,সেসব আসনেও মনোনয়ন ফরম বিক্রি করবে আওয়ামী লীগ।এবার প্রথমবারের মতো অনলাইনেও মনোনয়ন ফরম সংগ্রহ ও জমার ব্যবস্থা রেখেছে আওয়ামী লীগ।এবার মনোনয়ন ফরমের দাম ৩০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে।এদিকে ফেনীর ৩ টি আসন থেকে প্রথম দিনেই মনোনয়ন ক্রয় করেন প্রায় ১৫ জন।ফেনী ১ আসন থেকে ৭, ২আসন থেকে ১, ৩ আসন থেকে ৭ জন।১ ও ৩ আসনে একাধিক প্রার্থী ক্রয় করলেও ২ আসনে শুধুমাত্র নিজাম উদ্দিন হাজারী এমপি এককভাবে ক্রয় করেন।ফেনী ১ আসনে মনোনয়ন ফরম ক্রয় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য আলাউদ্দিন আহম্মেদ চৌধুরী নাসিম,ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আবদুল্লাহ,সদস্য মিজানুর রহমান,জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার।ফেনী সদর ২ আসনে মনোনয়ন ফরম ক্রয় করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ২ বারের এমপি নিজাম উদ্দিন হাজারী।ফেনী ৩ আসনে মনোনয়ন ফরম ক্রয় করেন দাগনভুঞা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল কবির রতন,সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন,সোনাগাজী পৌরসভার মেয়র রফিকুল ইসলাম খোকন,জেলা আওয়ামীলীগের সদস্য আকরাম হোসেন হৃমায়ুন,দুবাই প্রবাসী এ কে আজাদ,সাবেক স্বতন্ত্র এমপি হাজী রহীম উল্যাহ ও তার সহধর্মীনী পারভীন আক্তার। প্রসঙ্গ; আগামী ৭ জানুয়ারি ভোটের তারিখ দিয়ে বুধবার প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল যে তফসিল ঘোষণা করেছেন,তাতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর।তার আগেই আওয়ামী লীগ দলীয় প্রার্থী বাছাই করবে বলে জানান আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ সমূহ
© সর্বস্বত্ব সংরক্ষিত- 2024 এ ওয়েব সাইটে প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Design & Development By Hostitbd.Com