নিজস্ব প্রতিনিধি
প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষান্তরে প্রবর্তিত বিতর্কিত নতুন শিক্ষা কারিকুলাম বাতিল এবং একতরফা প্রহসনের নির্বাচন বন্ধ করা প্রসঙ্গে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার রাষ্ট্রপতি বরাবর ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার নেতাকর্মীদের স্বারকলিপি আনুষ্ঠিকভাবে গ্রহণ করেননি ফেনী জেলা প্রশাসন।২৬ ডিসেম্বর (মঙ্গলবার) ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী সমমনা দলটির এটি কেন্দ্রীয় কর্মসূচি ছিল। দেশের ৬৪টি টি জেলায় একযোগে তারা জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর এই স্মারকলিপি প্রধান করেন।দাপ্তরিক কাজে জেলা প্রশাসক ফেনীতে না থাকায় ওনার পক্ষে স্মারকলিপি গ্রহণ করতে অপারগতা জানায় এডিসি জেনারেল অভিষেক দাস।পরে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা জেলা প্রশাসনের সাধারণ শাখায় স্মারকলিপি জমা দিয়ে সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করেন।এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সভাপতি প্রিন্সিপাল মাওলানা নুরুল করীম,সিনিয়র সহ-সভাপতি মাওলানা গাজী এনামুল হক,সেক্রেটারী আলহাজ্ব মাওলানা একরামুল হক ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মুফতী আব্দুর রহমান ফরহাদ,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সাধারণ সম্পাদক মাওলানা জাহিদ হাসান চৌধুরী ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ ফোরকান প্রমূখ।এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা একরামুল হক জানান, সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত আমরা জেলা প্রশাসনের এ দপ্তর থেকে ওই দফতরে ঘুরাঘুরি করেছি। কিন্তু জেলা প্রশাসনের কেউ আমাদের স্মরকলিপিটি গ্রহণ করেনি।একটি স্বাধীন দেশে এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক এটা মেনে নেওয়ার মতো নয়।
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অভিষেক দাস জানান, যেহেতু নির্বাচন সংশ্লিষ্ট স্মারকলিপি তাই জেলা প্রশাসক মহোদয় ছাড়া আমরা কেউ এটি গ্রহণ করার ক্ষমতা রাখিনা।জেলা রিটার্নিং অফিসার আমাদের এই ধরনের দায়িত্ব বা ক্ষমতা দেননি।পরে জেলা প্রশাসক স্যারের সাথে কথা বলে ওনাদেরকে আসতে বললে ওনারা আসেনি। জেলা প্রশাসনের সাধারণ শাখায় স্মারকলিপি জমা দিয়ে ওনারা চলে যায়।
Leave a Reply