শহর প্রতিনিধিঃ-ফেনীতে গণপ্রকৌশল দিবস ‘২২ ও আইডিইবি’র ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ফেনী জেলার আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও সভা সোমবার (২৮ নভেম্বর) দুপুরে ফেনী সড়ক ও জনপদ উপ-বিভাগের কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।প্রধান অতিথি হিসেবে বেলুন ও পায়রা উড়িয়ে বর্ণাঢ্য র্যালী উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান।ফেনী জেলা আইডিইবি নির্বাহী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আবুল খায়ের এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইডিইবি (কুমিল্লা অঞ্চল) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোখলেছুর রহমান,সেভেন রিংস্ সিমেন্ট জিএম এবিএই ইফতেখার আলম সিদ্দিকী।এসময় ফেনী জেলা আইডিইবি নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খন্দকার নজরুল ইসলাম, আমন্ত্রিত অতিথি সাংবাদিক ও বিভিন্ন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে ফেনী সড়ক ও জনপদ উপ-বিভাগের কার্যালয় প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালী শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠান স্থলে এসে শেষ হয়।ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান বলেন, এই দেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলার অন্যতম কারিগর হচ্ছেন আপনারা ডিপ্লোমা ইঞ্জিনীয়ারা।সে দায়িত্ব কাধে তুলে নেন। আপনারা দেশকে সামনের দিকে এগিয়ে নেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়াশুনা সেই মানের কর, যাতে করে তোমাদের দক্ষতার কারনে চাকরী তোমাদের খুঁজে নেয়। অথবা তোমরা নিজেরা বড়বড় উদ্যোক্তা হতে পার।
Leave a Reply