শহর প্রতিনিধি
ফেনীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। ফেনী জেলা ছাত্রলীগের আয়োজনে বুধবার (৪ জানুয়ারী) সকালে ছাত্রলীগের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।বেলা ১২ টায় ফেনী পাইলট হাইস্কুল মাঠ থেকে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও উন্নয়নের প্রচারণামূলক একটি বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা ছাত্রলীগ সভাপতি তোফায়েল আহমেদ তপু ও সাধারণ সম্পাদক নুর করিম জাবেদের নেতৃত্বে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফেনী পৌরসভায় এসে শেষ হয়। এ সময় কেক কাটা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেনজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বাশার তপন,জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট হাফেজ আহম্মদ, ফেনী পৌর সভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল,ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাহুল হায়দায় চৌধুরী সোহেল,সোনাগাজী পৌরসভার মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকনসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা।ছাত্রলীগের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, রক্তদান কর্মসূচি, বৃক্ষ বিতরণ ও দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের অ্যাসেম্বলি হলে ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গৌরবোজ্জ্বল ঐতিহ্যের পাশাপাশি নানা নেতিবাচক সমালোচনার মধ্য দিয়েই এগিয়ে চলছে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠনটি।প্রতিষ্ঠার পর থেকে পূর্ব বাংলার স্বাধিকার আন্দোলনের প্রতিটি পর্বে সরব উপস্থিতি ছিল ছাত্রলীগের। ভাষা আন্দোলন, সামরিক শাসনবিরোধী আন্দোলন, শিক্ষা আন্দোলন,৬ দফা আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান ও একাত্তরের মহান মুক্তিযুদ্ধ- সব ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে ছাত্রলীগ।
Leave a Reply