শহর প্রতিনিধিঃ-ফেনীতে নিজাম উদ্দিন হাজারী এমপির ব্যক্তিগত উদ্যোগে গতকাল মঙ্গলবার গরীব, অসহায় ও হতদরিদ্র শীতার্ত মানুষের জন্য কম্বল বিতরণ করা হয়েছে।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম হাজারী এমপি তার নিজস্ব অর্থায়নে জেলার ছয় উপজেলায় স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে গরীব অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র প্রদান করেন।জেলার ছয় উপজেলার ১০৮টি ওয়ার্ডে ও পাঁচ পৌরসভার নাগরিকদের মাঝে এসব শীতবস্ত্র দেয়া হবে।শহরের মাস্টার পাড়াস্থ নিজাম হাজারীর বাসভবনের সামনে শীতবস্ত্র বিতরণকালে ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, সদর উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল সহ ইউপি চেয়ারম্যান ও পৌর কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply