বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ১১:২১ পূর্বাহ্ন
এইমাত্র পাওয়া সংবাদ :
ফেনীতে উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রে জালভোট দেওয়ায় সহকারী প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার ও পোলিং কর্মকর্তা সহ আটক ১৪ জন । ফেনীর সোনাগাজীতে সিল মারা ব্যালট সহ ছবি তুলে সামাজিক মাধ্যমে দেয়া ইয়াকুব আলী আটক । । ফেনীর ফুলগাজীতে ভারতীয় উজানের ঢলে বিপদসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে মুহুরী নদীর পানি । । বাংলাদেশের ঘূর্ণিঝড় রেমালে নিহতদের জন্য শোক প্রকাশ করেছে ফ্রান্স । । দিল্লিতে তাপমাত্রা সর্বোচ্চ ৫০ ডিগ্রি রেকর্ড হওয়ায় ভারতে 'তাপপ্রবাহ সতর্কতা' জারি । ।
ব্রেকিং নিউজ :
রাজশাহী কলেজের গণিত বিভাগের শিক্ষার্থীরা সবুজ নগরী রাজশাহী পুনর্নির্মাণের প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছে “সাত কলেজের শিক্ষার মান উন্নয়নে জরুরি সংস্কার প্রয়োজন” ফেনীতে শিক্ষার্থীদের বিক্ষোভে ছাত্রলীগের হামলা, পুলিশসহ আহত ২০ ফেনীকে যানজট মুক্ত করতে ট্রাফিক পুলিশের উদ্যোগ ফেনীতে কোটা আন্দোলনকারীদের মানববন্ধনে হামলার অভিযোগ দাগনভূঞার আলোচিত গফুর হত্যা মামলায় এখনও গ্রেফতার হয়নি আসামীরা ঢাকাস্থ ফেনী জেলা এসএসসি ৯৩ পক্ষ থেকে জিপিএ ৫ প্রাপ্ত সন্তানদের সংবর্ধনা দাগনভূঞা অপহৃত যুবক উদ্ধার, অপহরণ চক্রের ৫ সদস্য গ্রেফতার এড.আকরামুজ্জমানের মৃত্যুবার্ষিকীতে রোটারি ক্লাব অব ফেনী সেন্ট্রালের ফ্রি স্বাস্থ্য ক্যাম্প ফেনী সেন্ট্রাল লিও ক্লাবের (২০২৪-২৫) বর্ষের কমিটি ঘোষণা, সভাপতি কাজী ফাহাদ ও সম্পাদক মেহেদী হোসাইন

ফেনীতে পাসের হার ৭৭.৬৫%, জিপিএ-৫ -১৩১৮ জন, শীর্ষে ছাগলনাইয়া।

  • আপডেট সময় : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ৪১ বার পঠিত

স্টাফ রিপোর্টার
২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল (১২ মে) রবিবার ঘোষণা করা হয়েছে।ফেনী জেলার ৬টি উপজেলার এসএসসি, দাখিল ও ভোকেশনালে ফলাফলে মোট জিপিএ ৫ পেয়েছে ১৩১৮ জন।পাসের হার ৭৭ দশমিক ৬৫ শতাংশ। জেলার ১৮৫ টি স্কুল হতে ১৭ হাজার ২০৮ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১৩ হাজার ৩৬২ জন। বিপরীতে ফেল করেছে ৩ হাজার ৮৪৬ জন। জেলায় শতভাগ পাস করেছে ৪টি শিক্ষাপ্রতিষ্ঠান।জেলায় দাখিল পরীক্ষায় পাসের হার ৭১ দশমিক ৩৭ শতাংশ। জেলায় এসএসসি ও দাখিল ভোকেশনালে পাসের হার ৮৬ দশমিক ৮৮ শতাংশ।ফলাফল ঘোষণার পর এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা শিক্ষা কর্মকর্তা শফি উল্ল্যাহ।জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ৭৯ দশমিক ৫৮ শতাংশ পাসের হার নিয়ে জেলার শীর্ষ স্থানে রয়েছে ছাগলনাইয়া উপজেলা। এ উপজেলায় ১ হাজার ৯০০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১ হাজার ৫১২ জন। জিপিএ-৫ পেয়েছে ৯০ জন। এ উপজেলায় শতভাগ পাস করেছে ১ টি প্রতিষ্ঠান। ৭৯ দশমিক ৫১ শতাংশ পাসের হার নিয়ে জেলায় ২য় স্থানে ফেনী সদর উপজেলা। এ উপজেলা হতে ৭ হাজার ২৫২ জন অংশ নিয়ে পাস করেছে ৫ হাজার ৭৬৬ জন।জিপিএ-৫ পেয়েছে ৭৭২ জন। এ উপজেলায় শতভাগ পাস করেছে ৩ টি স্কুল।জিপিএ-৫ বিবেচনায় জেলার সবার চেয়ে এগিয়ে সদর উপজেলা।৭৮ দশমিক ২৪ শতাংশ পাসের হার নিয়ে জেলায় তৃতীয় দাগনভুঞা উপজেলায়। এ উপজেলায় ৩ হাজার ৫৬ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ২ হাজার ৩৯১ জন। জিপিএ-৫ পেয়েছে ১৪৪ জন।৭৮ দশমিক ২৫ পাসের হার নিয়ে জেলায় চতুর্থ পরশুরাম উপজেলা। এ উপজেলায় ১ হাজার ১৬৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৯১৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৫৫ জন।অন্যদিকে জেলায় ৫ম সোনাগাজী উপজেলা। এ উপজেলায় পাসের হার ৭৭ দশমিক ৩৫ শতাংশ। এ উপজেলায় ২ হাজার ৩১৩ জন অংশ নিয়ে পাস করেছে ১ হাজার ৭৮৯ জন। জিপিএ-৫ পেয়েছে ৫৬ জন। জেলার সর্বনি¤œ পাসের হার ফুলগাজী উপজেলায়। এ উপজেলায় পাসের হার ৬৫ দশমিক ১৭ শতাংশ। ১ হাজার ৫১৯ জন অংশ নিয়ে পাস করছে ৯৯০ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৩ জন।জেলায় দাখিল পরীক্ষায় পাসের হার ৭১ দশমিক ৩৭ শতাংশ। জেলায় মোট ৫ হাজার ৫৬৮ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৩ হাজার ৯৭৪ জন। জিপিএ-৫ পেয়েছে ১৪০ জন। জেলায় এসএসসি ও দাখিল ভোকেশনালে পাসের হার ৮৬ দশমিক ৮৮ শতাংশ। জেলায় ১ হাজার ১২০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৯৭৩ জন। জিপিএ-৫ পেয়েছে ২৮ জন।অন্যদিকে প্রতিবারের মতো এবারও এসএসসি পরীক্ষায় ফলাফলে শীর্ষস্থান ধরে রেখেছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ।এ কলেজ থেকে ৬২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই জিপিএ-৫ অর্জন করেছে। এর মধ্যে ৬১ জন বিজ্ঞান বিভাগ ও একজন মানবিক বিভাগের শিক্ষার্থী।ফেনী গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নাজমুল হক (গ্রুপ ক্যাপ্টেন) ফলাফলের তথ্য নিশ্চিত করে বলেন,সেনাসদরের দিক নির্দেশনা, প্রশিক্ষিত শিক্ষকদের আন্তরিক পাঠদান, বর্ষপঞ্জি অনুযায়ী পরীক্ষা, সুশৃঙ্খল পরিবেশ ভালো ফলাফল অর্জনে ভূমিকা রেখেছে। ক্যাডেটদের প্রচেষ্টা ও অভিভাবকদের অনুপ্রেরণা ভালো ফল অর্জনে যথেষ্ট গুরুত্ব বহন করে।ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথ জানান, স্কুল থেকে ১৬৬ জন জিপিএ-৫ পেয়েছে। পাসের হার ৯৯ দশমিক ২৪। মোট ২৬৬ জন পরীক্ষায় অংশ নিয়ে দুই শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।অপর দিকে এসএসসি পরীক্ষায় জেলার সার্বিক ফল সন্তোষজনক হওয়ায় এই ফলের জন্য সব পরীক্ষার্থী,অভিভাবক ও শিক্ষককে অভিনন্দন জানান ফেনী জেলা প্রশাসক মুছাম্মাৎ শাহীনা আক্তার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ সমূহ
© সর্বস্বত্ব সংরক্ষিত- 2024 এ ওয়েব সাইটে প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Design & Development By Hostitbd.Com