ফেনী পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বলেন ফেনীতে মুষ্টিমেয় কিছু বিএনপি নেতাকর্মীরা সন্ত্রাসী কর্মকাণ্ড করে ফেনীর ১৭ লক্ষ মানুষকে অতিষ্ঠ করে ফেলেছে। এই সন্ত্রাসী কর্মকাণ্ড তারা যদি অবিলম্বে বন্ধ না করে তাহলে আমাদের নেতা-কর্মীরা সেখানে অবস্থান নিয়ে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে তাদেরকে পুলিশে হস্তান্তর করবে। এটা ছাড়া আমাদের আর কোন উপায় নাই। কারণ এই মানুষকে নিরাপদে রাখার দায়িত্ব আমারও কিছু আছে জনপ্রতিনিধি হিসেবে। আমাদের সকল আওয়ামী লীগের নেতাকর্মীদেরও আছে যেহেতু আমরা সরকারে আছি। তারা অপকর্ম করবে সেটা আমরা কিছুতেই পশ্রয় দেবো না। শহরের একটি কনভেনশন হলে মঙ্গলবার (০৫ ডিসেম্বর) দুপুরে ফেনী পৌর আওয়ামী লীগের সভাপতি আয়নুল কবির শামীম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট হাফেজ আহমদ।এসময় আরও বক্তব্য রাখেন,জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজিব, ফেনী পৌর মহিলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা সেলিনা আক্তার শেলি, ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুর রহমান সাইফু, ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন মুন্না, ফেনী পৌর আওয়ামী যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ভূঞা, ফেনী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ, জেলা যুব মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজিলা আক্তার মিমি, ৭ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি সাহিদা আক্তার মিনা,ফেনী পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাত তুষার।বক্তারা বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আগামী ৭ জানুয়ারি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করে নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।প্রধান অতিথির বক্তব্যে নিজাম উদ্দিন হাজারী এমপি বলেন, আগামী ২০২৪ সালের ৭ তারিখ পর্যন্ত আমি সংসদ সদস্য আছি। এই সংসদ সদস্য থাকা অবস্থায় জনগণের প্রতি আমার কিছু দায়িত্ব আছে। জনগণকে নিরাপদে রাখার আমার কিছু করণীয় আছে। এছাড়াও দলীয় নেতার কর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে কোন প্রার্থীর সাথে কোনভাবেই খারাপ আচরণ করা যাবে না। আগামী ৭ তারিখ নৌকার বিজয় সুনিশ্চিত করে আবারও দেখা হবে সবার সাথে।এসময় ফেনী জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ ফেনী পৌরসভার ১৮টি ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সমন্বয় কমিটি ও বিভিন্ন উপ-কমিটি ঘোষণা করা হয়।
Leave a Reply