“প্রাণিসম্পদে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ( ১৮ এপ্রিল)সকালে শহরের ফেনী গিরিশ অক্ষয় একাডেমি স্কুল মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও সদর উপজেলা ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে ও প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ন রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল। ডা. হেলাল উদ্দীনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মোজাম্মেল হক ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব তালুকদার। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.গোলাম মোস্তফা, ফেনী গিরিশ অক্ষয় একাডেমি স্কুলের প্রধান শিক্ষক তাজুল ইসলাম ভূঁইয়া ও সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মো. শহিদুল ইসলাম খোকন।
Leave a Reply