স্টাফ রিপোর্টার
“স্থলপথে বাণিজ্য বৃদ্ধি,দেশে আনবে উন্নয়ন ও সমৃদ্ধি” এই শ্লোগানে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে ৩৯ কোটি টাকা ব্যায়ে ১০ একর জায়গার উপর দেশের ১৭ তম বন্দর হিসেবে ফেনীর পরশুরামে নবনির্মিত বিলোনিয়া স্থলবন্দরের শুভ উদ্বোধন করা হয়েছে।বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ আলমগীর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।অন্যান্যের মাঝে বিশেষ অতিথি ছিলেন ফেনী ১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার,ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান,পরশুরাম উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব কামাল উদ্দীন মজুমদার ও পরশুরাম পৌর সভার মেয়র নিজাম উদ্দীন আহমেদ চৌধুরী সাজেল।নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আমরা আমাদের প্রতিবেশি দেশগুলোর সঙ্গে,বিশেষ করে ভারতের সঙ্গে সম্ভাব্য সকল ক্ষেত্রে সংযুক্ত থাকতে চাই।তিনি বলেন, সড়ক, নৌ ও আকাশ পথের মাধ্যমে আমাদের যোগাযোগ আরও শক্তিশালী হবে।আমরা বাংলাদেশ আঞ্চলিক সংযোগ প্রকল্প-১ গ্রহণ করেছি।এর মাধ্যমে, সাব-রিজিওনে নির্বিঘ্নে যোগাযোগ করতে পারব।সে লক্ষ্যে আমরা ট্রান্সশিপমেন্ট, ট্রানজিট এবং সব ধরনের পণ্য ও কার্গোর আন্তঃদেশীয় বাণিজ্য শুরু করেছি।
Leave a Reply