নিজস্ব প্রতিনিধিঃ-ফেনী সদর উপজেলার উত্তর চাড়িপুর এলাকায় গতকাল মঙ্গলবার মোহনা ফুডস ও মিষ্টিছায়া ব্যাকারীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করায় এবং ফেনী সদর উপজেলার উত্তর শিবপুর এলাকার মাদানীনগর ফাতেমা ট্রেডিং এবং বারাহিপুর এলাকায় ইস্টার্ন ট্রেডিং কর্পোরেশন দোকানে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ ও বিক্রয় করায় জরিমানা আদায় করা হয়েছে।এসময় মোহনা ফুডস কে ৩৫,০০০/- টাকা এবং মিষ্টিছায়া ব্যাকারীকে ২৫,০০০/- এবং ফাতেমা ট্রেডিংকে ১৫,০০০/- এবং ইস্টার্ন ট্রেডিং কর্পোরেশনকে ৩০,০০০/- টাকা জরিমানা করা হয়। ৪ টি প্রতিষ্ঠানে সর্বমোট ১,০৫,০০০/- জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় জেলা পুলিশ ও আনসার সদস্যগণ সহায়তা করেন। জনসেবায় এ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply