ফেনীতে সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ১ কোটি ৭৩ লাখ ৬২ হাজার ১২০ টাকা মূল্যের অবৈধ ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবি। সোমবার (২৮ অক্টোবর) সকালে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)’র অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।বিজিবি সূত্র জানায়, ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)’র দায়িত্বপূর্ণ এলাকা ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার অন্তর্গত খেজুরিয়া, যশপুর, চম্পকনগর ও মধুগ্রাম বিওপির সীমান্তবর্তী এলাকায় বিজিবি সদস্যগণ রাতভর চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় শাড়ী ২৯১ পিস, গরু ৫টি, থান কাপড় ১৪,৭৭৪ মিটার, সিগারেট ৬,২৭৩ প্যাকেট এবং স্যানেগ্রা ট্যাবলেট ১৫২৮০ পিস জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১,৭৩,৬২,১২০ টাকা।ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)’র অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) আভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় রাতভর অভিযান পরিচালনা করে সীমান্ত এলাকা থেকে এক কোটি তিয়াত্তর লক্ষ বাষট্টি হাজার একশত বিশ টাকা মূল্যের অবৈধ ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)।
জব্দকৃত মালামাল কাস্টমস্ এবং মাদকদ্রব্য নিয়ান্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া কার্যক্রম প্রক্রিয়াধীন।
Leave a Reply