ফেনী (১২ জুন ২০২৫) ::: আমরা গর্বিত আমরা ফেনীর সন্তান স্বেচ্ছাসেবী সংগঠন এর উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় ফেনীর শহীদ মিনারে আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে ফেনীতে সেনানিবাস, উন্নত চিকিৎসার জন্য মেডিকেল কলেজ, উচ্চ শিক্ষার জন্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন এবং মুছাপুর ক্লোজার পুননির্মাণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের উপদেষ্টা জসিম আহাসানের সভাপতিত্বে ও প্রভাষক মোর্শেদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন,
ফেনী জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট পার্থ পাল চৌধুরী, ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু তাহের ভূঁইয়া, এবি পার্টির চট্রগ্রাম এর সহ সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম বাদল,খেলাফত মজলিস এর ফেনী জেলা সহ সাধারণ সম্পাদক আজিজ উল্লাহ আহমদী, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সহ সাধারণ সম্পাদক মো: ইসমাইল, প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির সদস্য সচিব হাফিজুর রহমান, ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কিরন,সংগঠন এর সদস্য আব্দুল বারিক, সমাজকর্মী ওসমান গনি রাসেল, উদ্যোক্তা মো: ফখরুদ্দিন মাসুদ,মিটু খান সহ আরো অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন দীর্ঘদিন ফেনী জেলা অবহেলিত ছিল তাই এই জেলার উন্নয়ন ও নিরাপত্তার স্বার্থে দ্রুত ফেনীতে সেনানিবাস, মেডিকেল কলেজ,বিশ্ববিদ্যালয় স্থাপন ও মুছাপুর ক্লোজার পুননির্মাণ করতে হবে।
Leave a Reply