নিজস্ব প্রতিনিধিঃ-স্কুল হেলথ ও স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম নিয়ে গতকাল রোববার সকালে ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুল মিলনায়তনে ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়।ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুলের আয়োজনে ও ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগীতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও শিশুনিকেতন কালেক্টরেট স্কুলের সভাপতি মোমেনা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনীর সিভিল সার্জন ডা. রফিক-উস্-ছালেহীন। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, বয়সন্ধিকালীন মানসিক ও শারীরিক স্বাস্থ্যের প্রতি শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন হতে হবে। এ বিষয়ে সংকোচবোধ করলে শারীরিক নানা সমস্যা তৈরি হবে। এজন্য শ্রেণিকক্ষে শিক্ষকরা এবং পরিবারে স্বজনরা এ বিষয়ে তাদেরকে সচেতন করে তুলতে হবে।এ সময় আরো বক্তব্য রাখেন ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাসুদ রানা, মেডিকেল অফিসার ডা. জোবায়ের, ডা. শাওয়াল নওসিন, স্কুলের প্রধান শিক্ষক শফিউল আলম নুর।এতে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় স্কুল হেলথ ও স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম নিয়ে বিশদ আলোচনা করেন রিসোর্সপারসনরা।অনুষ্ঠানে ছাত্রীদের জন্য বিভিন্ন স্বাস্থ্য সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।
Leave a Reply