শহর প্রতিনিধি
ফেনী সাংবাদিক ইউনিয়ন-এফইউজের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৫৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় কবি নবীন চন্দ্র সেন কালচারাল সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সচেতন নাগরিক কমিটির ফেনী জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট গিয়াস উদ্দিন নান্নু। তিনি বলেন, মুক্তিযুদ্ধ এখনো শেষ হয়নি।আদর্শের মুক্তিযুদ্ধ এখনো চলছে। দেশ এখনো দুভাগে বিভক্ত, একটি পক্ষ এখনো স্বাধীনতাকে অস্বীকার করেন। তারা বোরকা পরে ছন্দবেশে আছে। যেকোন মুহুর্তে ছোবল মারতে পারে। আমরা স্বাধীনতার পক্ষের শক্তি একাত্তরের ন্যায় ঐক্যবদ্ধ থাকতে হবে।সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুকদেব নাথ তপন, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, ফেনী জেলা ক্যমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সাধারন সম্পাদক পুলিন দেবনাথ, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল হক রবি, মুহাম্মদ আবু তাহের ভূঞা, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আরিফুল আমীন রিজভী, জহিরুল হক মিলু। ফেনী সাংবাদি ইউনিয়নের সভাপতি যতন মজুমদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জহিরুল হক মিলন এবং কোষাধ্যক্ষ সৈয়দ মনির আহমদ’র সঞ্চালনায় আরো বক্তব্য দেন, ফেনী সাংবাদিক ইউনিয়ন’র সদস্য এমএ জাফর ভূঞা, তোফায়েল আহমেদ নিলয়, রাসেল চৌধুরী, এমরান পাটোয়ারী, মাসুম বিল্যাহ ভুঁইয়া, আলমগীর মাসুদ, জহিরুল হক সজীব, আবদুল আউয়াল চৌধুরী, আবদুল্যাহ আল মামুন, এম ছালাহ উদ্দিন, তনু সরকার, আবদুল মান্নান, সবির আহমেদ ফোরকান, মোল্লা মোঃ ইলিয়াছ, আবদুল্যাহ আল হাসান, জহিরুল ইসলাম রাজু, মিরাজুল ইসলাম, আজিজ আল ফয়সল প্রমূখ।
Leave a Reply