স্টাফ রিপোর্টার
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী -২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী গণসংযোগ ও পথসভার ২য় দিনে ‘নৌকা’ প্রতীকে ভোট চেয়ে ধর্মপুর ও কাজিরবাগ ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেছেন।মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নিজাম উদ্দিন হাজারী ফেনী সদর উপজেলার ৪ নম্বর ধর্মপুর ইউনিয়নের দেওয়ানগঞ্জ রাস্তার মাথা থেকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ধর্মপুর ইউনিয়েনের তুলাতলী দোকান এলাকা, ভোটের দোকান এলাকা, আমতলী বাজার,জোয়ারকাছাড় আরজু চত্বর,বরইয়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা,আমিন উদ্দিন বাজার ও বটতলা এলাকায় গণসংযোগ ও পথসভা করেন।পরবর্তীতে বিকালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নিজাম উদ্দিন হাজারী ফেনী সদর উপজেলার ৫ নম্বর কাজিরবাগ ইউনিয়নের কাজিরবাগ বাজার এলাকা, ফরেস্ট অফিস এলাকা, রাণীরহাট বাজার, রুহিতিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা,সোনাপুর পাঠাগার সংলগ্ন এলাকা ও পশ্চিম সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। ধর্মপুর ও কাজিরবাগ ইউনিয়নে আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ছনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করিম উল্যাহ। ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলের সঞ্চালনায় ‘নৌকা’ প্রতীকের সমর্থনে পথসভায় বক্তব্য রাখেন, ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো.লোকমান হোসেন, ধর্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ.এম.জাফর উল্লাহ ভূঁইয়া,ধর্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন শাকা, কাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও কাজিরবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট কাজী বুলবুল আহমেদ সোহাগ,কাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ।ধর্মপুর ও কাজিরবাগ ইউনিয়নের পথসভায় ফেনী-২ (সদর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নিজাম উদ্দিন হাজারী উপস্থিত ভোটার ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন,অতীতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনগুলোতে কোনো জাল ভোট হয়নি। আগামী জাতীয় নির্বাচনেও জাল ভোট দেওয়ার কোন সুযোগ নেই। অতিউৎসাহী হয়ে কোন ভোটারকে ভোট প্রদানে বাঁধা দিলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে নির্বাচন কমিশন কঠিন ও কঠোর ব্যবস্থা নিবে। আমার মতো একজন নগন্য কর্মীকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে পরপর তিন বার মনোনয়ন দিয়েছেন তার জন্য আমি ফেনীবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।আমি আজকে আপনাদেরকে দিতে আসি নাই।আজকে আমি অনেক আশা নিয়ে আপনাদের কাছ থেকে নিতে এসেছি। আমি আপনাদের কাছে একটা ভোট ভিক্ষা চাই,আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত করবেন।মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শাসনামলে ফেনী সদর আসনে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে। অশান্ত ফেনীকে শান্ত রাখতে ও উন্নয়ন সমৃদ্ধির ধারা অব্যাহত রাখার জন্য এবং আগামী জাতীয় নির্বাচনে সকল ভোটারের উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে নিজাম হাজারী উপস্থিত দলীয় নেতাকর্মীদেরকে নির্বাচনী মাঠে থেকে কাজ করার আহ্বান জানান।এছাড়াও গণসংযোগ ও পথসভায় ফেনী সদর উপজেলা আওয়ামী লীগ,ফেনী জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজীব,সিনিয়র সহ-সভাপতি জিয়াউল আলম মিস্টার,ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহাম্মদ তপু, ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি নোমান হাবীবসহ ধর্মপুর-কাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply