নিজস্ব প্রতিনিধিঃ-র্যাব-৭, ফেনী ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন চট্টগ্রাম হতে ঢাকাগামী মহাসড়কের লালপোলস্থ মুহুরী ফিলিং স্টেশন এর সামনে পাকা রাস্তার উপর মাদকদ্রব্য ইয়াবাসহ গাড়ীতে উঠার জন্যঅবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে ফেনী ক্যাম্পের একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ১। ফাতেমা (৫৫), স্বামী- দিল মোহাম্মদ, ২। নুরুল আফসার (২৮), পিতা- আব্দুল খালেক, ৩। হাসিনা বেগম (৩৮), পিতা- দিল মোহাম্মদকে গ্রেফতার করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামীদেরকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে তাঁদের হেফাজতে থাকা দুইটি ভ্যানিটি ব্যাগ এবং পরিহিত প্যান্টের পকেট হতে ৬২ টি নীল রংয়ের বায়ুরোধক পলিজিপার প্যাকেটে মোট ১২ হাজার ২৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। তাদের সবার বাড়ী , কক্সবাজার সদরের মোস্তাক পাড়ায়।গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাঁরা দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প মূল্যে ক্রয় করে পরবর্তীতে ফেনী, ঢাকাসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রি করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪৯ লক্ষ ০৮ হাজার টাকা।
Leave a Reply