নিজস্ব প্রতিবেদক
ফেনী সদর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা ও ফেনী সদর উপজেলা পরিষদের অর্থায়নে প্রায় ১২ লাখ টাকা ব্যয়ে যেসব মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র রয়েছে সেসব শিক্ষা প্রতিষ্ঠানে মাঝে ফটোকপি মেশিন বিতরন করা হয়েছে।২৫ অক্টোবর (বুধবার) সকালে ফেনী সদর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা শেষে ফেনী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি ফটোকপি মেশিন গুলো শর্শদি উচ্চ বিদ্যালয়,বালিগাঁও উচ্চ বিদ্যালয়,ধলিয়া উচ্চ বিদ্যালয়,লেমুয়া উচ্চ বিদ্যালয়,ফাজিলপুর ডব্লিউ বি কাদরী উচ্চ বিদ্যালয় ও পুলিশ লাইন্স স্কুল প্রতিনিধিদের হাতে তুলে দেন।সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একে শহিদুল্লাহ খন্দকারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার হোসাইন পাটোয়ারী,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) লিখন বনিক,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ রানা,উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার বিথি,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জোসনা আরা আক্তার জুসি,সদর উপজেলার ১২ টি ইউনিয়নের চেয়ারম্যান সহ ফেনীতে কর্মরত সাংবাদিক বৃন্দ। সভায় সদর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়।এসময় সাংসদ নিজাম উদ্দিন হাজারী তার বক্তব্যে বলেন,সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন তাই আমাদের সকলকে দায়িত্ব নিয়ে সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড মানুষের মাঝে তুলে ধরতে হবে।পুরো ফেনী জেলা ব্যাপি চলমান উন্নয়ন অব্যাহত রাখতে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার বিকল্প অন্য কেউ নেই।এক সময় ফেনী বিএনপি অধ্যাষিত এলাকা ছিল।কিন্তু উন্নয়নের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী কোন বৈষম্য না করে দেশের অন্যান্য জেলার ন্যায় বিগত ১৫ বছরে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে ফেনীকে একটি আধুনিক জেলায় পরিণত করেছে।ফেনীতে শিক্ষা,চিকিৎসা,কৃষি সহ প্রতিটি খাতে বর্তমান সরকারের আমলে উন্নয়ন সাধিত হয়েছে।তিনি আরো বলেন স্কুল কলেজ মাদ্রাসা নির্মাণ করলে সেখানে আওয়ামীলীগ বিএনপি সহ সকল শ্রেণী পেশার মানুষের সন্তানেরা শিক্ষা নিতে যায় শুধু আওয়ামীলীগ সুবিধা পাবে তেমন বিভাজন আমরা কখনো করিন।তিনি তার বক্তব্যে উপজেলা পরিষদের প্রতিটি দপ্তরের সকল সমস্যার সমাধানের আশ্বাস দেন।বক্তব্যের শেষ আংশে তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলকে নৌকার পক্ষে কাজ করার জন্য আহ্বান জানান।এছাড়াও সদর উপজেলা পরিষদের নব নির্মিত কক্ষের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নিজাম উদ্দিন হাজারী এমপি।
Leave a Reply