প্রেস বিজ্ঞপ্তিঃ-ফেনী সরকারী কলেজ শতবর্ষ উদযাপন উপলক্ষে ঢাকাস্থ আঞ্চলিক কমিটির পরিচিতি ও রেজিষ্ট্রেশন উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ ডিসেম্বর) রাতে ঢাকার ধানমন্ডি এলাকায় একটি অভিজাত রেস্টুরেন্টে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।ফেনী সরকারী কলেজ শতবর্ষ উদযাপন কমিটি ঢাকাস্থ উপ কমিটির আহবায়ক ইফতেখার ইসলামেমর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ঢাকা বিশ্ব বিদ্যালয় সাবেক ভাইস চ্যান্সেলর ডক্টর অধ্যাপক এ,কে, আজাদ চৌধুরী উপস্থিত ছিলেন। রেজিস্ট্রেশন উদ্বোধন করেন বিলোনিয়া ১০ম সাব সেক্টর কমান্ডার ও সাবেক মন্ত্রী লে. কর্ণেল (অবঃ)জাফর ইমাম বীর বিক্রম। বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ব বিদ্যালয় সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর আনোয়ার উল্লাহ চৌধুরী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সাবেক তথ্য উপদেষ্টা ও বিশিষ্ট সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী, পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান,মেজর জেনারেল মঈন উদ্দিন,অতিরিক্ত সচিব ও বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের রেক্টর আলা উদ্দিন, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি হাসান উল হায়দার, চট্রগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলাম, ফেনী সরকারী কলেজ শতবর্ষ উদযাপন কমিটির আহবায়ক ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের ফেনী জেলার সাবেক কমান্ডার আবদুল মোতালেব, সদস্য সচিব ও ফেনী সরকারী কলেজের সহকারী অধ্যাপক হাবিবুর রহমান, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নাট্যজন গিয়াস উদ্দিন সেলিম উপস্থিত ছিলেন।আগামি ২৪ ও ২৫ ফেব্রুয়ারি ফেনী সরকারী কলেজ শতবর্ষ উদযাপন উপলক্ষে ইফতেখার ইসলামকে আহবায়ক করে ৩৯ সদস্য বিশিষ্ট ঢাকাস্থ আঞ্চলিক কমিটি গঠিত হয়। ঢাকাস্থ আঞ্চলিক কমিটির অনান্যরা হলেন, যুগ্ন আহবায়ক অধ্যাপক ডক্টর ফৌজিয়া হাসিন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ঢাকা, যুগ্ন আহবায়ক, মাসুদ আহমেদ শিহাব, অতিরিক্ত ডিআইজি বাংলাদেশ পুলিশ, সদস্য সচিব আব্দুল আলীম চৌধুরী কাউসার, সি ই ও আলিম টেক্সটাইল, সদস্য বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন হুমায়ুন (রাজনৈতিক ব্যক্তিত্ব), আব্দুল্লাহ চৌধুরী (রাজনৈতিক ব্যক্তিত্ব), কাজী নুর নবী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার, অধ্যক্ষ মোহাম্মদ আইয়ুব, ঢাকা তেজগাঁও কলেজ, ডা. হুমায়ুন কবির বুলবুল, অধ্যক্ষ, ঢাকার ডেন্টাল মেডিকেল কলেজ,এডভোকেট সাইফুল আলম, সরকারি অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আব্দুল আজিজ, ডিএমডি শাহজালাল ইসলামী ব্যাংক, মঞ্জুরুল করিম, ডিএমডি সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক,নুরুল আমিন, হেড অফ প্রকিউর, জহির উদ্দিন আলমগীর, সাধারণ সম্পাদক ফেনী ক্লাব ঢাকা, শাহাদাত হোসেন সেলিম, সাধারণ সম্পাদক, ফেনী সমিতি, ঢাকা,নাসির উদ্দিন মাসুক, ভাইস প্রেসিডেন্ট ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স, ঢাকা, তানভীর আলাদিন, সভাপতি, ফেনী সাংবাদিক ফোরাম ঢাকা, এডভোকেট জাকির হোসেন,ঢাকা জজ কোর্ট, খোরশেদ আলম ভূঁইয়া, ইউসিবিএল, ঢাকা, আবুল কাশেম, ব্যবসায়ী, মোঃ হারুনুর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী, বদিউজ্জামান শিমুল, বিশিষ্ট ব্যবসায়ী, কাজী আবুল কালাম আজাদ, কাজী ট্রাভেলস, ইসমাইল নাসির বিশিষ্ট ব্যবসায়ী, নূর- ই- নিজার মিনার চাকুরিজীবী, মোহাম্মদ ইসমাইল শিপন, নুরুল আলম, জাকির আক্তার বেবি ”ফেনীর কন্যা” এর নেতৃবৃন্দ ইশরাত (কৃষ্ণা) বিশিষ্ট সংগীত শিল্পী, রাশেদ আক্তার তুলি, আনঞ্জুমান আরা লতা, সাকিয়া রিপা, রাহেলা পুতুল, টিপু সুলতান, হেড অব রিপোর্টার, দৈনিক প্রথ আলো, আদিত্য আরাফাত, সিনিয়র রিপোর্টার ডিবিসি নিউজ, রেজাউল করিম শ্যামল, ই-সলিউশন, শাহাদাত হোসেন রুবেল, এডভোকেট জয়নাল আবেদীন।অতিথিগণ শতবর্ষপূর্তি উদযাপনের উদ্যোগ গ্রহণের জন্য ও সার্বিক কার্যক্রমে ভূমিকা রাখার জন্য ফেনী ২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীসহ সংলিষ্ট সকলকে ধন্যবাদ জানান ও অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য নিজ নিজ রেজিস্ট্রেশন সম্পন্ন করেন।ঢাকাস্থ উপ কমিটির আহবায়ক জানান, ফেনী সরকারী কলেজ শতবর্ষ উদযাপন সফল করতে দলমত নির্বিশেষে কমিটির সকলকে নিয়ে ঢাকায় বসবাসরত ফেনী সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সাথে যোগাযোগ ও রেজিস্ট্রেশন নিশ্চিত করতে তারা সবাই আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।ফেনী সরকারী কলেজ শতবর্ষ উদযাপন উপলক্ষে ঢাকাস্থ আহবায়ক কমিটির পরিচিতি ও রেজিষ্ট্রেশন উদ্বোধন অনুষ্ঠানটি ফেনীর গু ণীজনদের মিলন মেলায় পরিনত হয়।অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Leave a Reply