আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল এর অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব ফেনী সেন্ট্রাল-এর যুব সংগঠন ফেনী সেন্ট্রাল লিও ক্লাবের (২০২৪-২৫) লিও বর্ষের কেবিনেট ঘোষণা করা হয়েছে। কেবিনেটে সভাপতি পদে লিও আলমগীর হোসেন ফাহাদ ও সেক্রেটারি লিও মেহেদী হোসাইনকে নির্বাচিত করা হয়। লিও সৈয়দ জাহিদুল আলম অপুকে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও লিও আব্দুল্লাহ আল আমিনকে সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট এবং লিও আরমান হোসেন রিমনকে ট্রেজারার করে কার্যকরী পরিষদ গঠন করা হয়।শহরের ডাক্তার পাড়াস্থ হাজী আব্দুস সালাম ম্যানশনের ফেনী লায়ন্স ফ্যামিলির কার্যালয়ে ২৮ জুন, ২০২৪ ইং তারিখে (শুক্রবার) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়। ফেনী সেন্ট্রাল লিও ক্লাবের সভাপতি লিও ফাহিম মোর্শেদের এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কমিটি ঘোষণা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন জেলা ৩১৫ বি২ এর রিজিয়ন চেয়ারপার্সন লায়ন্স ক্লাব অব ফেনী অর্কিডের প্রাক্তন সভাপতি ও ফেনী সেন্ট্রাল লিও ক্লাবের এডভাইজার লায়ন মহিনুর জাহান লাবনী এমজেএফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনসার্ন রিজিয়ন চেয়ারপার্সন এবং লায়ন্স ক্লাব অব ফেনী সেন্ট্রালের সভাপতি লায়ন ফারুক আহমেদ, সদ্য প্রাক্তন সভাপতি লায়ন পলাশ চন্দ্র সূত্রধর, সেক্রেটারি লায়ন আলহাজ্ব মহসিন আলী, লায়ন্স ক্লাব অব ফেনী মুহুরির সহ-সভাপতি লায়ন প্রভাষক মোর্শেদ হোসেন, লায়ন সৈয়দ রইসুল ইসলাম রিমন, লায়ন্স ক্লাব অব ফেনী সেন্ট্রালের লায়ন সৈয়দ আশ্রাফুল হক আরমান, লায়ন মোহাম্মদ ওয়াসিম, ফেনী সেন্ট্রাল লিও ক্লাবের চার্টার প্রেসিডেন্ট লিও রাহাত আহমেদসহ প্রমুখ।
উল্লেখ্য যে, ফেনী সেন্ট্রাল লিও ক্লাবের এডভাইজার হিসেবে দায়িত্ব পালন করবেন, লায়ন মহিনুর জাহান লাবনী। তিনি গত ৩টি লিও বর্ষের এডভাইজারের দায়িত্ব পালন করে আসছেন। কমিটি ঘোষণার আগে লায়ন নেতৃবৃন্দের এক জরুরি সভায় কমিটি বিষয়ে আলোচনা ও যাচাই-বাছাই করা হয়। পরবর্তীতে নব নির্বাচিত কেবিনেট সদস্যদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করা হয়।
Leave a Reply