নিজস্ব প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফেনী ২ আসনে প্রচার প্রচারণায় সরব বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এই আসনের দুবারের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর নৌকার সমর্থকেরা।পৌর এলাকায় এবং সদর উপজেলায় প্রার্থীদের পাশাপাশি নির্বাচনী প্রচার প্রচারণায় সহধর্মিণীরাও মাঠে নেমেছেন।ফেনী পৌর এলাকা এবং সদর উপজেলায় গ্রাম অঞ্চলে নৌকার পক্ষে ভোটের প্রচারে নিজাম উদ্দিন হাজারী এমপির কন্যর ছবি সংবলিত পোস্টার টানানো হয়েছে।একই চিত্রের দেখা মিলেছে ফেনী এক আসনেও নৌকার মনোনীত প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের সহধর্মনি নৌকার পক্ষে ভোট চেয়ে চষে বেড়াচ্ছেন গ্রামগঞ্জের বিভিন্ন পাড়ামহল্লা।আনুষ্ঠানিক প্রচারণা শুরুর দিন থেকে ফেনী ১ এবং ২ আসনে মাঠে সরব আওয়ামী লীগে সমর্থিত প্রার্থীরা।নির্বাচনকে উৎসবমুখর করতে মাইকিং মিছিল মিটিং প্রচার প্রচারণা কোন কিছুতেই কমতি রাখছে না দলটির নেতাকর্মীরা।পৌরসভা থেকে উপজেলা শহর থেকে গ্রাম সব জায়গায়ই নৌকার পক্ষে ভোট চেয়ে প্রচারনায় ব্যাস্ত জেলা উপজেলা এবং মাঠ পর্যায়ের নেতাকর্মীরা।ফেনী জেলা ঘুরে দেখা যায়,নির্বাচনী প্রচারণায় নৌকা থেকে বেশ পিছিয়ে জাতীয় পার্টি অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা।নৌকা সমর্থিত প্রার্থী ছাড়া জেলাব্যাপী অন্য প্রার্থীদের নির্বাচনি পোস্টারের দেখা মেলিছে খুব কম।সড়কে সড়কে ঝুলছে নৌকার প্রার্থী নিজাম উদ্দিন হাজারীর ছবি, প্রতীকসহ সাদা-কালো পোস্টার।তবে কিছু কিছু এলাকায় স্বতন্ত্র প্রার্থীদের পোস্টার দড়িতে ঝুলতে দেখা গেছে।এ ছাড়াও প্রার্থীরা তাদের নির্বাচনী এলাকায় লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ ছাড়াও প্রার্থীরা ফেসবুক,ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমেও ভিডিও কনটেন্ট, পোস্টার আপলোড করে ভোটারদের কাছে ভোটের বার্তা পৌঁছানোর চেষ্টা করছেন।
Leave a Reply