সোনাগাজী প্রতিনিধি
ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) নির্বাচনী প্রচারণায় মুখরিত থাকলেও উপজেলার ৫নং চরদরবেশ ইউনিয়নের ১নং ওয়ার্ডের ( কাজীরহাট স্লুইসগেট) নেই কোন প্রচারণা।যার উত্তর ও পশ্চিমে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়ন।স্লুইসগেট এলাকাটি ফেনী জেলার সোনাগাজী উপজেলার হলেও ব্রিজ না থাকায় এখানে যাতায়াতের মাধ্যম নৌকা। নির্বাচনের মাত্র ৪ দিন বাকি থাকলেও সরকারি আশ্রয়ণের ১২০ পরিবার বসবাসের গ্রামটিতে পৌঁছায়নি এখনো নির্বাচনের কোন (পোষ্টার)প্রচারণা সামগ্রী।ফেনী-৩ আসনে ১০ জন প্রার্থী নির্বাচনে অংশ নিলেও কাজীরহাট স্লুইসগেট এলাকার লোকজন দেখেনি কোন প্রার্থীকে। যা গ্রামের ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার ক্ষেত্র হতাশা সৃষ্টি হয়েছে।এগ্রামে ১২০ পরিবারের সরকারি আশ্রয়ণ রয়েছে।পাশাপাশি রয়েছে অনেকগুলো বসতবাড়ি।যেখানে এ অঞ্চলে নির্বাচনী প্রচারণায় মুখরিত থাকার কথা।সেখানে সাঁটানো আছে পার্শ্ববর্তী নেয়াখালী-৫ (কবিরহাট-কোম্পানীগঞ্জ) আসনের নৌকার প্রার্থী ওবায়দুল কাদের এমপির পোষ্টার। রয়েছে তার নির্বাচনী অফিস।স্থানীয় বাসিন্দারা জানান, জাতীয় নির্বাচনের মাত্র কিছুদিন বাকী থাকলেও এখনো আমাদের গ্রামে কোন প্রার্থী আসেনি। আমাদের গ্রামের পরেই নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়ন।যা নোয়াখালী-৫ এর সংসদীয় আসন।দুই জেলার বর্ডার এলাকা হওয়ায় আমাদের সোনাগাজী অংশে তারা পোষ্টার সাঁটিয়ে,নির্বাচনী অফিসের মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো,আমাদের ফেনী-৩ আসনের কোন পোষ্টার,লিপলেটসহ নির্বাচনী প্রচারণার কোন কিছুই নেই। তারা আরো বলেন,প্রার্থীরা প্রচারণা না করায় আমাদের গ্রামের বসবাসকারী ভোটারগণের ভোটকেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে অনিহা চলে এসেছে।
সম্পাদক: মোঃ এনামুল হক পাটোয়ারী, অফিস: ৩৮১, অটোবি মার্কেট,(৩য় তলা) ট্রাংক রোড,ফেনী।, 3900 ফেনী বাংলাদেশ। মোবাইল নাম্বার: +8801816-701613, +8801836645511, ইমেইল: nayapaigam@yahoo.com nayapaigam77@gmail.com