নিজস্ব প্রতিনিধি
আপন বড় ভাইয়ের বউকে নিয়ে ২৫ বছরের পুরনো পারিবারিক কলহের জেরে বড় ভাই নুরুল আলম (৫৫) রাতের আঁধারে ছোট ভাইয়ের চোখে মরিচের গুডু ছিটিয়ে এলো পাথাড়ি কুপিয়ে ছোট ভাই নিজাম উদ্দিন (৪০) হত্যা করেছে।এমন লোমহর্ষক ঘটনাটি ঘটেছে ফেনী সদর উপজেলার মোটোবি ইউনিয়নের পূর্ব কচুয়া গ্রামে। নুরুল আলম এবং নিজাম উদ্দিন তারা একে অপরের আপন ভাই পূর্ব কচুয়া গ্রামের মৃত আমান উল্লার ছেলে।সরজমিনে গিয়ে জানা যায়,গতকাল শুক্রবার রাত আনুমানিক ৯ টার দিকে ফেনী থেকে গ্রামের বাড়ি পূর্ব কচুয়ায় আসার পথে নিখোঁজ হয় নিজাম উদ্দিন।নিজাম উদ্দিনের স্ত্রী এবং স্বজনরা তার ফোন নাম্বারটি বন্ধ পেয়ে খোঁজাখুঁজি করতে বের হলে বাড়ির পাশে ডোবায় নিজাম উদ্দিনের লাশ দেখতে পেয়ে ফেনী মডেল থানা পুলিশকে খবর দেয়। শনিবার ভোর পাঁচটায় পুলিশ ঘটনাস্হলে গিয়ে নিজাম উদ্দিনের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।নিহতের ছোট ভাই সুমন জানায়, বড় ভাই নুরুল আলম সবসময় নিজাম উদ্দিনকে সন্দেহ করতো।তার বউয়ের সাথে নিজাম উদ্দিনের পরকীয়া আছে।এ নিয়ে পারিবারিক কলহ দেখা দিলে স্থানীয় চেয়ারম্যান বিষয়টি মীমাংসা করে উভয়পক্ষকে মিলিয়ে দেন তবে গতকাল রাতে হঠাৎ নুরুল আলম কেন এমনটা করেছে সে সম্পর্কে পরিবারের কেউ অবগত নয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেনী মডেল থানার (ওসি) তদন্ত মাহফুজ রহমান জানান, ফেনী সদর উপজেলার মটোবি ইউনিয়নের পূর্ব কচুয়া গ্রাম থেকে নিজাম উদ্দিন নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে ফেনী সদর হাসপাতালের মাকে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডে জড়িত আসামিকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।এদিকে পরিবারের একমাত্র উপার্জন সক্ষম ব্যক্তি কে হারিয়ে নিজামুদ্দিনের পরিবারের নেমে এসেছে সুখের ছায়া।দুই সন্তানের জনক নিজাম উদ্দিন ফেনীর রাজাঝির দিঘির পাড়ে গার্মেন্টস আইটেমের ব্যবসা করে কোনমতে তার সংসার চালাতেন।আপন ভাইয়ের হাতে নিজাম উদ্দিনের এমন মৃত্যুতে পুরো এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।এলাকাবাসীরা ঘাতক নুরুল আলমের কঠিন বিচারের দাবি জানিয়েছেন।
Leave a Reply