সংবাদদাতা
দাগনভূঞার কৃতি সন্তান বরেণ্য রাজনীতিবিদ মরহুুম আবদুল আজিজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (১৫ ই জুলা)শনিবার বিকেল ৪. ৩০ ঘটিকায় রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ কাকরাইলে আব্দুল আজিজ স্নৃতি ফাউন্ডেশনের অায়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।মরহুমের বড় ছেলে ব্যাংকার ও সংগঠক স্বপ্নীল চেয়ারম্যান মঞ্জুরুল আলম টিপুর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানের উপস্থিত ছিলেন ফেনী জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও মার্কেন্টাইল ব্যাংকের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা আলহাজ্ব আকরাম হোসেন হুমায়ুন,জাসদের সাধারন সম্পাদক জনাব শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, সাপ্তাহিক পত্রিকা পরিষদের সভাপতি রাজনীতিও কলামিষ্ট জনাব রিন্টু আনোয়ার বীর মুক্তিযোদ্ধা জনাব এম এ রব, বীর মুক্তিযোদ্ধা জনাব রুহুল আমিন, ফেনী সমিতির সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন সেলিম, ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন সাকা, সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মোশারফ হোসেন বাদল, বন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা আহবায়ক মোঃ ইসমাইল নাসির, ২ নং রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শাহজাহান, এডভোকেট মহসিন মজুমদার, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান, সামাজিক ব্যক্তিত্ব, , মনিরুল ইসলাম মনির, তরুণ সংঘের চেয়ারম্যান আনোয়ার হোসেন সোহাগ, আবু সাঈদ শিপন, আবু সুফিয়ান রিপন, দাগনভূঞা ব্লাড ডোনেশন সোসাইটি সাধারণ সম্পাদক কামাল খান, জাগো বাংলাদেশ শিশু কিশোর ফেডারেশনের সভাপতি জামাল শিকদার, ,আমরা করবো জয়ের সভাপতি আবুল কালাম, ফেনীস্থ সৌদি আরব প্রবাসী ফোরামের সভাপতি কামাল পাটোয়ারী প্রমুখ।আলোচনা অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান আকরাম হোসেন হুমায়ুন বলেন, মহান মুক্তিযুদ্ধকালীন সময়ে আবদুল আজিজ বঙ্গবন্ধুর আহবানে যুদ্ধে ঝাপিয়ে পড়ে দেশকে স্বাধীন করেছেন।এছাড়াও দাগনভূঞা উপজেলা আওয়ামীলীগ প্রতিষ্ঠাকালীন থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি দলের জন্য নি:স্বার্থে নিবেদিত ছিলেন।এছাড়াও বক্তরা আরো বলেন, মরহুম আবদুল আজিজ ছিলেন একজন নির্লোভী মানুষ। তিনি তার সু মিষ্টি ভাষা দিয়ে সহজে মানুষের হৃদয় জয় করে নিতেন। তিনি শুধু তার দলের নয়, সমাজসহ সর্বস্তরে তিনি সকলের জন্য নিবেদিত ভাবে কাজ করে গেছেন। সভার সভাপতি ও মহরমের বড় ছেলে উক্ত অনুষ্ঠানের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।পরে মরহুমের রূহের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা অালমগীর হোসেন।
Leave a Reply