শহর প্রতিনিধি
আসন্ন পবিত্র ঈদুল আহজা কে সামনে রেখে ফেনীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে চলতি মাসের আগামী (শুক্রবার) ১৪ ই জুন ও ১৫ ই জুন ( শনিবার ) ২ দিনব্যাপী ‘ ভলেন্টিয়ার সার্কেল ফেনী সিজন ২ ঈদ মেহেদী উৎসব’। ভলেন্টিয়ার সার্কেল ফেনীর আয়োজনে
২ দিনব্যাপী ‘ ঈদ মেহেদী উৎসব’ ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার রোডস্থ এ কে কমপ্লেক্স নিচ তলায় অবস্থিত ইউনিট (৩) নন্দহ বুটিকস অনুষ্ঠিত হবে।২ দিনব্যাপী ‘ ঈদ মেহেদী উৎসব’ সকাল ১০ টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ছোট সোনামণিদের ও তরণীদের হাতে মেহেদী পরানোসহ স্বল্প মূল্যে আর আর সেই অর্থটি যাবে পথশিশুদের জন্য সেই মাধ্যমে আগত মেহেদী পরানোর কাজে নিযুক্ত থেকে সেবা প্রদান করবেন জেলার ১০জন সুপ্রশিক্ষিত মেহেদী আর্টিস্ট এছাড়াও মেহেদী উৎসবে আগাতদের মধ্যে কেউ এসে যেন ঝিমিয়ে না পড়ে, এসব বিষয় মাথায় রেখে আয়োজকরা ধাঁধা, কুইজ ও বিভিন্ন খেলার ব্যবস্থা ও বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারীদের মধ্যে থেকে বিজয়ীদের মাঝে উপহার প্রদান ও খাবারের ব্যবস্থা স্থির চিত্র ধারণ করার জন্য “সেলফি জোন” নির্মান করেছে। ভলান্টিয়ার সার্কেল ফেনীর সংগঠনের ফাউন্ডার জান্নাতুল মাওয়া অর্পিতা জানায় সকল তরুণ তরণীদের জন্য জনপ্রিয় সামাজিক সংগঠন হচ্ছে ভলান্টিয়ার সার্কেল ফেনীর সমন্বয়ে গঠিত সংগঠনের সদস্যদের জন্য ‘ ভলেন্টিয়ার সার্কেল ফেনী সিজন টু ঈদ মেহেদী উৎসব’টি মিলন মেলাও বটে। আসন্ন ঈদকে সামনে রেখে বিশেষ করে অনেক মেয়েরা মেহেদী সুন্দরভাবে পরতে না পারার কারণে, ঈদ আনন্দ ভেস্তে যায়। এবং মেহেদী পরানো যেই স্বল্প অর্থ সেটি একমাত্র ঈদুল আহাযার পরবর্তী সময়ে পথ শিশুদের ডাল ভাত মাংস দিয়ে খাওয়ানোর মাধ্যমে ব্যয় করা হবে এ বিষয়কে অনুধাবন করে, সুপ্রশিক্ষিত মেহেদী আর্টিস্টদের মাধ্যমে আমরা উক্ত মেহেদী উৎসবের আয়োজন করেছি। এছাড়া তিনি ফেনীতে বসবাসরত সকল নারীদেরকে মেহেদী উৎসবে আসার আমন্ত্রণ জানান।
Leave a Reply