লিমা আক্তার, ভালুকা:
ময়মনসিংহের ভালুকায় বনভূমি রক্ষা করতে গিয়ে ভুমি দস্যু হালিমের রোষানলের শিকার হন বন কর্মকর্তা ও তার সঙ্গীরা। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের চাঁনপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উথুরা রেঞ্জের অধীনে আঙ্গারগাড়া বিটের চাঁনপুর মৌজার সি এস ১৬৬ নং দাগের গেজেট বিজ্ঞপ্তিত সরকারি বনভূমি দীর্ঘদিন ধরে দখলের পাঁয়তারা করে আসছে স্থানীয় ভুমি দস্যু হালিম গং। ঘটনার দিন সকালে উল্লেখিত বনভূমি অবৈধ জোরপূর্বক দখলের উদ্দেশ্যে হালিম গং আখ রোপণ শুরু করে। এমন সংবাদের ভিত্তিতে আঙ্গারগাড়া বিট কর্মকর্তা মাজহারুল হক তার সঙ্গীয় ফোর্স শহিদুল ইসলাম,ইজারুল ও সোহাগসহ ঘটনাস্থলে গিয়ে দখলকারীদের বাধা প্রদান করে। এসময় হালিম গং দের রোষানলের শিকার হন বন কর্মকর্তা ও তার সঙ্গীয় ষ্টাফগন। বনদস্যু হালিম কাজিম উদ্দিন ও কবির হোসেনের সহযোগিতায় অজ্ঞাত সন্ত্রাসী নিয়ে বন কর্মকর্তার পথ রোধ করে চারপাশে ঘেরাও করে তাদের মারপিট করতে উদ্যত হলে আশপাশের লোকজনের সহায়তায় বন রক্ষীরা ঘটনাস্থল ত্যাগ করেন।এ বিষয়ে আঙ্গারগাড়া বিট কর্মকর্তা বাদী হয়ে হালিম,জুবেদা, কাজিম উদ্দিন, কবির হোসেন,মারজিয়া, মোস্তফা সহ মোট ছয়জনকে আসামি করে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। উল্লেখ্য, বনদস্যু হালিম গং দের বিরুদ্ধে ইতিপূর্বে ও বনভূমি দখলের উদ্দেশ্যে বনবিভাগের রোপণ করা বিভিন্ন গাছ কাটার অভিযোগ রয়েছে। এমনকি স্থাপনা নির্মাণ,মাটি কাটাসহ বিভিন্ন অপরাধে বন আইনে একাধিক মামলা রয়েছে হালিমের বিরুদ্ধে যেগুলো এখন ও চলমান।এ বিষয়ে আঙ্গারগাড়া বিট কর্মকর্তা মাজহারুল হক জানান, হালিম গং দীর্ঘদিন ধরে উল্লিখিত দাগের গেজেট বিজ্ঞপ্তিত বনভূমি বিভিন্ন ভাবে দখলের পাঁয়তারা করছে। ঘটনার দিন শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে আমি সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে গিয়ে হালিমের নেতৃত্বে বনভূমি দখলের উদ্দেশ্যে আখ রোপণ করতে দেখে বাঁধা প্রদান করতে গেলেই হালিম তার সহযোগীরা আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এমনকি মারপিট করতে উদ্যত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় আমরা ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হয়েছি।এ বিষয়ে জানতে চাইলে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল আকন্দ বলেন অভিযোগ পেয়েছি ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply