সংবাদ বিজ্ঞপ্তি
আন্তর্জাতিক সেচ্ছাসেবী যুব সংগঠন রোটার্যাক্ট জেলা সংগঠন ৩২৮২ বাংলাদেশের আগামী রোটারি বর্ষে নেতৃত্ব দিতে যাচ্ছেন ফেনীর ছেলে শরিফুল ইসলাম অপু।চলতি বছরের পহেলা জুলাই থেকে তিনি ডিআরআর (জেলা রোটার্যাক্ট প্রতিনিধি) হিসেবে আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার গ্রহণ করবেন।তিনি বাংলাদেশের বিভিন্ন জেলার প্রায় ২০০টি ক্লাবকে নেতৃত্ব দিবেন। এটিকে কেন্দ্র করে রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮২ এর বিভিন্ন জোনে চলছে সংবর্ধনা অনুষ্ঠান। সে ধারাবাহিকতায় গত শুক্রবার শিল্প নগরী নরসিংদী জোনের রোটার্যাক্ট ক্লাব সমুহ বর্নিল আয়োজনে অপুকে বরন করে নেয়।নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সমন্বয়ক রোটার্যাক্ট ক্লাব অব নরসিংদীর প্রাক্তন সভাপতি শাওন পোদ্দার এর পরিচালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সদ্য প্রাক্তন জেলা রোটার্যাক্ট প্রতিনিধি মোহাম্মদ আলামিন সজিব, প্রাক্তন ডিস্ট্রিক্ট সেক্রেটারি সঞ্জয় কৃষ্ণ গোস্বামী এলটন,রোটার্যাক্ট ক্লাব অব মেঘনা নরসিংদীর প্রাক্তন সভাপতি তৌকির আহমেদ,রোটার্যাক্ট ক্লাব অব নরসিংদীর প্রাক্তন সভাপতি ফাহিম সাদেক সৌরভ,রোটার্যাক্ট ক্লাব অব চাঁদপুর রূপসী প্রাক্তন সভাপতি দেবান দত্ত,রোটার্যাক্ট ক্লাব অব নরসিংদী মিডটাউন এর প্রাক্তন সভাপতি রায়হান খান সহ বিভিন্ন ক্লাবের প্রাক্তন, বর্তমান ও আগামী বছরের নির্বাচিত সভাপতিগন উপস্থিত ছিলেন।এছাড়াও নরসিংদী জোনের প্রাক্তন ও বর্তমান রোটার্যাক্টররা এতে অংশ নেন।উল্লেখ্য যে রোঃ শরিফুল ইসলাম অপু ২০১০-১১ বর্ষে রোটার্যাক্ট ক্লাব অব ফেনী সেন্ট্রাল এর সভাপতির দায়িত্ব পালন করেন।
Leave a Reply