নিজস্ব প্রতিনিধি
দৈনিক অজেয় বাংলা, সাপ্তাহিক নবকিরণ এর নির্বাহী সম্পাদক ও দৈনিক আমাদের অর্থনীতির ফেনী প্রতিনিধি শাহজালাল ভূঁইয়ার পিতা সুলতান আহাম্মদের দাফন গতকাল রোববার সম্পন্ন হয়।এর আগে গত শনিবার রাত ৯টা ১৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে হৃদ ক্রিয়া বন্ধ হয়ে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ১০০ বছর। গতকাল রোববার সকাল সাড়ে দশটায় বিরলী ইসলামিয়া মাদ্রাসা মাঠে বিভিন্ন শ্রেণিপেশার হাজারো মুসল্লীর অংশগ্রহণে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।নামাজে জানাযায় ইমামতি করেন- মরহুমের বড় ছেলে কাজীরদীঘি সুলতানিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা হোছাইন আহম্মদ ভূঞা।উল্লেখ্য: মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, এক মেয়ে, নাতি-নাতনীসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। সমাজসেবক সুলতান আহাম্মদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বিরলী গ্রামের হাজী নূর মিয়া ভূঞা বাড়ির মরহুম আলতাফ আলীর বড় ছেলে।
Leave a Reply