★পরীক্ষার হলের লাইভ করতে পারেন না।বিষয়টি সাংসদ মহোদয়কে অবগত করা হয়েছে। পিএসকে সতর্ক করা হয়েছে।
-ইউএনও সোনাগাজী
★ এটা কোনো সিরিয়াস মেটার না,ভূলবশত হয়েছে। ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখলে হয়।
-পিএস রুমন
আলমগীর হোসেন
ফেনীর সোনাগাজী উপজেলার বক্তারমুন্সি ফাজিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের কেন্দ্র পরিদর্শন করেন ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞাঁ) আসনের স্থানীয় সাংসদ লেপট্যানেন্ট (অব) মাসুদ উদ্দিন চৌধুরী। পরীক্ষার শুরুতে কেন্দ্র পরিদর্শনের সময়ের প্রায় ১৪ মিনিটের একটি লাইভ ভিডিও করা হয়।তার ব্যক্তিগত সহকারী শাহাদাত হোসেন ভূঁইয়া রুমের ফেসবুক আইডি থেকে। যা নিয়ে তীব্র আলোচনা সমালোচনা হওয়ার পর নিজের ফেসবুক একাউন্ট থেকে অবশেষে সেটি ডিলেটও করা হয়।কেন্দ্র পরিদর্শনের সময় ডিডিএলজি কর্মকর্তা গোলাম মোহাম্মদ বাতেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) অনিক চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন,সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম সাইফ, সাংসদের পাবলিক রিলেশন কর্মকর্তা (পিআরও) ওমর ফারুক মোস্তাফিজ।এছাড়াও কেন্দ্রের বাহিরে অবস্থান করেছিলো জেলা জাতীয় পার্টির নেতা জাহিদুল হক জাহিদ,মতিগঞ্জের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম রবিন,এমএ তাহের, মিজানুর রহমান সহ দলীয় নেতাকর্মী।এছাড়াও স্থানীয় সাংসদ উপজেলার মোয়াজ্জেম হোসেনের উচ্চ বিদ্যালয় ও সোনাগাজী মোহাম্মদ ছাবের সরকারি পাইলট হাইস্কুল কেন্দ্রও পরিদর্শন করেন।উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন জানান,হল পরিদর্শন স্থানীয় সাংসদ হিসবে করতে পারেন।পরীক্ষার কেন্দ্রে দলবদ্ধ হয়ে প্রবেশ করা নিয়মের মধ্যে পড়েনা।কারন পরীক্ষার্থীদের সমস্যা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান আজকের পত্রিকাকে বলেন,পরীক্ষার কেন্দ্রের লাইভ ভিডিও ধারণের বিষয়টি শুনেছি।এটা সাংসদ মহোদয়কে অবগত করেছি। উনার পিএস কেন করেছে এটা এবং যাতে এমন কিছু না করে সেজন্য সতর্ক করা হয়েছে।ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞাঁ) আসনের সাংসদ লেঃ জেনারেল অব মাসুদ উদ্দিন চৌধুরীর ব্যক্তিগত সহকারী শাহাদাত হোসেন রুমন ভূইয়া আজকের পত্রিকাকে বলেন, এটা কোনো সিরিয়াস মেটার না,ভূলবশত ভিডিও লাইভটা করা হয়েছে। এটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান তিনি।এছাড়াও মোবাইলটা গাড়ী বহরে থাকা অন্যজনের হাতে থাকায় সে ভূল করে দেয় এমনটা বলেন তিনি।এসময় তিনি নিজেরই যখন লাইভ করছে এমন ছবি আমাদের হাতে এসেছে বললে আবারো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করে তিনি সাংসদের শিক্ষা ক্ষেত্রে সোনাগাজী ও দাগনভূঞাঁ উপজেলার উন্নয়নের ফিরিস্তি শুনান।
Leave a Reply