সোনাগাজী প্রতিনিধি
ফেনী সোনাগাজীতে মৎস্য প্রকল্পে বিষ প্রয়োগ করে ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। শনিবার(২২ জুন) উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড পশ্চিম পালগিরী গ্রামে এই ঘটনা ঘটে।এ বিষয়ে ক্ষতিগ্রস্থ খামারী ইফতেখার উদ্দিন জুয়েল বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।পুলিশ জনপ্রতিনিধি ও মৎস্য অফিসের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।খামারী ইফতেখার জুয়েল জানান,২১ জুন শুক্রবার একজন কল করে বলে পুকুরে মাছ মরে ভেসে উঠেছে। পরে রেনেটার জেলা টেকনিকেল কর্মকর্তা (মৎস্য) আতিকুল ইসলামকে অবগত করে তার পরামর্শে চিকিৎসা চালিয়ে গেলেও কোন কাজ হয়নি। পর্যায়ক্রমে মাছ মরে ভেসে উঠতে থাকে।এইঘটনায় আমার অন্তত ১০লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।এখন আমার মুরগী খামার নিয়েও শংকায় আছি। আমি ব্যাংক থেকে ঋণ করে ব্যবসা করছি কি করবো কিছুই বুজে উঠতে পারছি না।মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যার মিজানুর রহমান সেলিম বলেন,আমি ঘটনাস্থলে গিয়েছি।প্রচুর পরিমানে মাছ মরে ভেসে উঠেছে। খামারী ইফতেখার জুয়েল অনেক ক্ষতিগ্রস্থ হয়েছে।সোনাগাজী উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিক জানান, মৎস্য অফিসের লোক খামারটি পরিদর্শন করেছে। ঠিক কি কারনে এতগুলো মাছ মরে ভেসে উঠেছে তা সঠিক ভাবে বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষ প্রয়োগে এটি হতে পারে।খামার মালিক যদি চায় মৃত মাছের নমুনা পরীক্ষা নিরীক্ষা করে মৃত্যুর কারন নির্ণয় করা যাবে।সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুদীপ রায় পলাশ জানান, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার তদন্ত চলছে।
Leave a Reply