নিজস্ব প্রতিনিধি
সোনাগাজীতে অস্ত্র ঠেকিয়ে অবসরপ্রপ্ত শিক্ষকের ৩কোটি টাকার ভিটে-বাড়ী রেজিস্ট্রি দলিলের উপর নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।গতকাল সোমবার দুপুরে ফেনীর যুগ্নজেলা ও দায়রা জজ বেলাল উদ্দিন এ আদেশ দেন।তিনি তার আদেশে গত ২৮ ডিসেম্বর মতিগঞ্জ সাব রেজিষ্ট্রি অফিসের ৭৭৯১ নং দানপত্র ও ৭৭৯২ নাম্বার সাবকবলা দালিলের ১৯১সতক ভুমির উপর নিষেশধাজ্ঞা দিয়েছেন।বাদী পক্ষে মামলা পরিচালনা করেন ফেনী জেলা সচেতন নাগরিক সমাজ কমিটির সভাপতি প্রবিণ আইনজীবী অ্যডভোকেট গিয়াস উদ্দিন নান্নু, বাংলাদেশ মানব অধিকার ফেনী জেলা কমিটির সভাপতি অ্যডভোকেট জাহাঙ্গীর আলম নান্টু ও সোনাগাজী হিন্দু বৌদ্ধ খৃষ্ট্রান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অ্যডভোকেট মানিক চন্দ্র শর্ম্মা।মামলা সূত্রে জানাযায় গত ২৮ ডিসেম্বর রাতের আঁধারে অস্ত্র ঠেকিয়ে এ সংখ্যালঘু পরিবারের জমি রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগে মতিগঞ্জ রেজিষ্টার ও প্রতারক চক্রের বিরুদ্ধে ক্ষতিগ্রস্থ পরিবার জেলা পুলিশ ও জেলা রেজিষ্ট্রারের কাছে লিখিত অভিযোগ ও ৬ভূমি দস্যুর বিরুদ্ধে সোনাগাজী থানায় মামলা দায়ের করেন।সোমবার ক্ষতিগ্রস্থ পরিবার দলিলদুইটি বাতিলের আদেশ ছেয়ে আদালতে সাব-রেজিস্টার সহ ৮জনের বিরুদ্ধে মামলা দায়ের করে।অবসরপ্রপ্ত স্কুল শিক্ষক ররিন্দ্র কুমার দাস ও অভিযোগ সূত্রে জানাযায় সোনাগাজী উপজেলার চরছান্দিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রপ্ত শিক্ষক ইউপির ২নং ওয়ার্ডের রামকুমার মহাজন বাড়ীর অভয় চরন দাশের ছেলে রবিন্দ্র দাসের সাথে পাশের কোম্পানী গঞ্জ উপজেলার মুচাপুর গ্রামের মোস্তফা মিঞার ছেলে আলমগীর হোসেন, সোনাগাজী পৌরসভার চরচান্দিয়া এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে যুবদলের ক্যাডার ৪০মামলার আসামী খুরশিদ আলম, চরচান্দিয়া ইউনিয়নের সেরাজুল হকের ছেলে নাছির উদ্দিন ও একই এলাকার সওদাগর বাড়ীর মৃত সেরাজুল হকের ছেলে হারুনুর রশিদ,শাহআলম ও দেলোয়ার হোসেন মতিগঞ্জ সাব-রেজিষ্ট্রারের আকরাম হোসেন রিয়াদের যোগসাজশে ১৯১ শতক ভূমি দুটি দলিলে রেজিস্ট্রি করে নেয়। যার বাজার মূল্য তিন কোটি টাকা। এর পূর্বে প্রতারকচক্র ভূমিদস্যুরা রবিন্দ্র কুমার দাশের কাছ থেকে তার জাতীয় পরিচয় পত্র,ছবি ও জমির সকল দালিলসহ প্রয়োজনীয় কাগজপত্র হাতিয়ে নেন। শিক্ষক রবীন্দ্র কুমার দাসের মালীকীয় উপজেলার উত্তর চরছান্দিয়া মৌজার বসত ঘরসহ ১৯১শতক ভূমি চক্রটির সাথে ৪২ হাজার টাকা করে ৮০ লাখ ২২ হাজার টাকা মূল্য নির্ধারণ করে নেয় অভিযুক্ত প্রতারকচক্রের চারজন। উক্ত ভূমির বর্তমান বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা। ভূমিদূশ্য চক্র মূল কাগজসহ তৈরী করে কৌশলে তাকে অসুস্থ দেখিয়ে ঠিকানা পরিবর্তন করে স্থানীয় একটি বাড়ীতে আটকে রেখে মতিগঞ্জ ভূমি রেজিষ্ট্রার অফিসে কমিশনের মাধ্যমে দলীল করার চেষ্ঠা করে ব্যর্থ হয়।এর পর তারা তাকে বিভিন্ন স্থানে লুকিয়ে রেখে হত্যার ও লাশ ঘুমের ভয় দেখিয়ে ২৮ ডিসেম্বর রাত ৭টায় অস্ত্র ঠেকিয়ে কোন টাকা ছাড়াই জমি রেজিস্ট্রি সাক্ষর নিয়ে নেয়।পরে তাকে বন্দুক ও পিস্তল ঠেকিয়ে টাকা দেয়া হবে না জানায়। ভুক্তভোগী ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুষেন চন্দ্র শীল, জেলা হিন্দু বৌদ্ধখৃষ্ট্রান ঐক্যপরিষদের সভাপতি শুকদেব নাথ তপন, জেলা পুলিশ সুপার ও জেলা রেজিষ্ট্রারের কাছে লিখত অভিযোগ করেছেন।ফেনী পুলিশ সুপার জাকির হাসান জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে একই সাথে আদালতের নিষেশধাজ্ঞা হয়েছে আমাদের পক্ষথেকে আইনগত সকল ব্যবস্থা নেয়া হবে।স্থানীয় ইউপি সদস্য মোঃনুর উদ্দিন জানান, এ ঘটনায় মামলা হলেও এখনো কোন আসামী গ্রেফতার না হওয়ায় ভূমি দস্যরা শিক্ষকের পুকুরটি দখলে নেওয়ার চেষ্টা করছে।
Leave a Reply